সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ভোটের আগেই মুখে হাসি

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ভোটের আগেই মুখে হাসি

6a9768e21994f3e061286fa20bbcbfba

কলকাতা: ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা। নিউটাউনের অ্যাকসন এরিয়া ১,২ ও ৩-তে মোট ৪০০ টি প্লটের জন্য বরাদ্দ করা হয়েছে। যারা এখানে আবেদন করতে পারবেন তাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তিনটি ক্যাটাগরি হল যথাক্রমে HIG, MIG-(।), MIG-(।।)। HIG ক্যাটাগরির আবাসনের ক্ষেত্রে ১৯,৮৭,১৯৬ টাকা কাঠা প্রতি দামে প্রায় ৫.৯৮ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, ১৬,৫৫,৯৯৭ টাকা প্রতি কাঠা দামে MIG-(।) ও MIG-(।।) ক্যাটাগরির আবাসনের জন্য যথাক্রমে ৪.০৩ কাঠা ও ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যসরকারি কর্মচারীরা তাদের ক্যাটাগরি অনুযায়ী কোঅপারেটিভ তৈরি করে আবেদন করতে পারবেন। প্রতিটি কোঅপারেটিভে অন্তত পক্ষে ৮ জন সদস্য থাকতে হবে। লটারির ভিত্তিতে জমি বন্টন করা হবে জানান হয়েছে।  

আরও পড়ুনবামেদের নবান্ন অভিযানে লোক পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রূপা

রাজ্য সরকারি কর্মচারীদের আবাসন পাওয়ার ব্যাপার বাদ দিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট ঘোষণা করেছিলেন সেখানে ব্রাজ্জের যুবশক্তি চাকরির জন্য একটি বিশেষ প্রকল্প চালু করা হয়। সেখানে প্রতি তিন বছর অন্তর ১০ হাজার ছাত্র-ছাত্রীকে সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে পার্শ্বশিক্ষকদের প্রসঙ্গেও বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর ৩ শতাংশ হারে তাদের বেতন বর্ধিত করা হবে বলে ঘোষণা করা হয়। একইসঙ্গে উড়ালপুল এবং রাস্তার জন্য বিরাট অংকের বরাদ্দ করা হয় রাজ্য বিধানসভা বাজেটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, পার্ক সার্কাসে স্কাইওয়াক হবে। এর সঙ্গে অন্ডাল বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে, তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে এবং অশোকনগরে গ্যাস উত্তোলনের জন্যও বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর, মহিলাদের হেনস্থা! কাঠগড়ায় আব্বাস সিদ্দিকির দল

মমতার আরও সংযোজন, রুবি থেকে কালিকাপুর, উল্টোডাঙা থেকে পোস্তা বাজার, চিংড়িঘাটা থেকে নিউটাউন, পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপথ নির্মাণ হবে।এই উড়ালপথ নির্মাণে ২,৫৭৫ কোটি টাকা বরাদ্দ। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কমিশনকে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *