আজ, মঙ্গলবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের সব ট্রেনই হবে ১২ বগির। রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে শুধু খড়্গপুর লাইনের যাত্রীরাই উপকৃত হবেন না, সুবিধা হবে আমতা এবং দীঘা লাইনের যাত্রীদেরও। ন’বগির ট্রেন মোটামুটি ৯১৮ জন যাত্রী বহন করতে পারে। আর ১২ বগির ট্রেনে যেতে পারেন ৩২২ জন অতিরিক্ত যাত্রী। এতে ট্রেনগুলিতে ভিড় কমবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
নতুন বছরের শুরুতেই দক্ষিণ-পূর্ব রেল যাত্রীদের জন্য সুখবর
আজ, মঙ্গলবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের সব ট্রেনই হবে ১২ বগির। রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে শুধু খড়্গপুর লাইনের যাত্রীরাই উপকৃত হবেন না, সুবিধা হবে আমতা এবং দীঘা লাইনের যাত্রীদেরও। ন’বগির ট্রেন মোটামুটি ৯১৮ জন যাত্রী বহন করতে পারে। আর ১২ বগির ট্রেনে যেতে পারেন ৩২২ জন অতিরিক্ত যাত্রী। এতে ট্রেনগুলিতে ভিড় কমবে