কলকাতা: সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি মেনে অবশেষে প্রকাশিত হল পৃথক রিভিশন অ্যান্ড পে অ্যালাওয়েন্স (রোপা) ২০১৯ বিধি৷ তবে, গ্রাজুয়েট শিক্ষক TGT স্কেল ও ৪৬০০ গ্রেড পে সহ বেশ কিছু বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ তবে, পরবর্তী সময়ে সেই সমস্ত ধোঁয়াশা কাটিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে খবর৷ যদিও, চলতি মাসেই শিক্ষকদের জন্য রোপা বিধি যে আসতে চলেছে তা আগেই প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷
আজ শিক্ষা দপ্তরের তরফে শিক্ষকদের জন্য বরাদ্দ বেতন বিবরণী অংশে একটি বিজ্ঞপ্তি গ্যেজেট নোটিফিকেশ প্রকাশ করা হয়েছে৷ তাতে শিক্ষকদের জন্য সুখবর দিয়ে পৃথক রোপার বিধি অনুযায়ী অপশন ফর্ম দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রাথমিক শিক্ষক থেকে আংশিক সময়ের জন্য নিযুক্ত শিক্ষক, পার্শ্ব শিক্ষকদের অপশন ফর্ম দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, গ্রাজুয়েট শিক্ষক TGT স্কেলের বিষয়টি পরে তালিকা ভুক্ত করা হতে পারে৷ ইতিমধ্যেই শিক্ষকদের দুটি স্তরে পে ব্রান্ড ও গ্রেড পের তালিকাও প্রকাশিত হয়েছে৷ সেই অনুযায়ী ধার্য হবে নয়া বেতন কামাঠো৷
ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার পর সেপ্টেম্বরে ‘রোপা ২০১৯’ বিধি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে অপশন ফর্ম পূরণের কথা উল্লেখ করা হয়৷ নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন হার কার্যকর করার কথা বলা হয়৷ একই সঙ্গে কোনও বকেয়া পাওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়৷ তবে, বকেয়া না দিলেও ‘নোশনাল’ এফেক্ট হিসাবে ২০১৬ সালের জানুয়ারি থেকে নতুন বেতন হার কার্যকর করতে চলছে৷ তার জেরেই প্রতি বছরে তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি ধরে কর্মীদের বর্ধিত বেতন হার নির্ধারিত করেছে রাজ্য৷
অপশন কী? বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা নিতে পারেন৷ আবার নতুন বেতন হারের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে৷
অপশন ফর্মে কর্মীরা জানাতে পারবেন, আপাতত তিনি যে হারে বেতন নিচ্ছেন, তা অব্যাহত থাকবে৷ আবার পরবর্তী পদোন্নতির সময় থেকে তিনি নতুন হারে বেতন নিতে পারেন৷ সেই অপশনও দেওয়ার সুযোগ আছে৷ তবে, এর আগে ২০০৯ সালের এপ্রিল মাস থেকে ১২ মাসের বকেয়া দেওয়া হলেও এবার বকেয়া পাওয়ার সুযোগ কোনও নেই৷
নির্দেশিকা মেনে পে ফিক্সেশন ফর্মের মাধ্যমে কর্মচারীদের নাম, স্কুল, কত সালে কাজে যোগদান করেছেন, উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেয়েছেন, পে-ব্র্যান্ড কত, গ্রেড পে হিসাবে সেইসব শিক্ষকরা কত টাকা বেতন পান, সে বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাতে বলা হয়েছে৷
এবিষয়ে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘গ্রাজুয়েট শিক্ষকদের বিষয়টি পরিষ্কার করে কিছু বলার নেই নয়া বিধিতে৷ এ বিষয়টি পরিষ্কার করে রাখা দরকার ছিল৷ যদিও শোনা যাচ্ছে, পরে এই বিষয়টি আনা হবে৷ দাবি জানাচ্ছি, অতি দ্রুত গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল ঘোষণা করা হোক৷’’