কলকাতা: দীর্ঘ প্রতীক্ষা শেষে এ মাস থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হতে চলেছে। সব ঠিক থাকলে আগামী ১৩ ই ফেব্রুয়ারি সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত সংক্ষিপ্ত পথে মেট্রো চলাচল শুরু হতে পারে বলে কে এমআরসিএল সূত্রে জানা গিয়েছে।
ওই সূত্রের খবর সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত সকল ব্যবস্থাপনা প্রায় শেষের পথে, শুধু কিছু সিগন্যালিং ও অন্য স্বয়ংক্রিয় ব্যবস্থার পরীক্ষার শেষ হওয়ার অপেক্ষা। চলতি মাসেই কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে ছাড়পত্রের জন্য আবেদন করেছিলেন মেট্রোকর্তারা। সেই ছাড়পত্র মিলেছে।
প্রায় তিন হাজার কোটি টাকা খরচা করে সল্ট লাকে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিকাঠামো তৈরি করে কে এম আর সি এল। নভেম্বর থেকেই শুরু হয় ওই রুটে। কিন্তু নানা কারণে যাত্রী পরিবহন শুরু করার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছিল। দিন কয়েক আগে কলকাতা মেট্রো র নতুন জেনারেল ম্যানেজার মনোজ যোশী রেলপথ পরিদর্শন করেন। তারপর এই সংক্ষিপ্ত পথে মেট্রো চলাচলের তৎপরতা শুরু হয়ে যায়।