কলকাতা: মেট্রো রেলে আরও একটি নতুন এসি রেক যাত্রী পরিষেবায় নামল। মেট্রো রেল সূত্রের খবর, চেন্নাইয়ের ফ্যাক্টরি থেকে মোট পাঁচটি নতুন রেক এসেছিল শহরে। আগে তার মধ্যে দু’টি রেককে যাত্রী পরিষেবায় নামানো হয়। তার একটিতে আবার এসি থেকে জল পড়াছিল।
সেকারণে সেটি তুলেও নেওয়া হয়েছিল। রক্ষণাবেক্ষণের পর সেই রেকটিকে কিছুদিন আগেই যাত্রী পরিষেবায় নামানো হয়। মঙ্গলবার তৃতীয় এসি রেকটিকে পরিষেবায় নামানো হয়েছে। এই রেক দিয়ে এদিন ৩ ঘণ্টা ৪০ মিনিট পরিষেবা দেওয়া হয়েছে। দু’টি রাউন্ড ট্রিপে এই রেককে চালানো হয়েছে। মেট্রোর এক কর্তা বলেন, বাকি দু’টি নতুন এসি রেকের দরজায় কিছুটা সমস্যা রয়েছে। সেই সমস্যা কাটিয়ে রেকগুলিকে পরিষেবায় নামানো হবে।
নতুন তিনটি এসি রেক নামার আগে পর্যন্ত মেট্রোয় ১৪টি এসি এবং ১৩টি নন-এসি রেক ছিল। তা দিয়েই কাজের দিনে আপ-ডাউন মিলিয়ে ২৮৪টি ট্রেন চালানো হয়। বর্তমানে এসি রেকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭টি।