হজ যাত্রীদের জন্য সুখবর, মক্কা যাওয়ার আবেদন শুরু

কলকাতা: ২০২০-র হজযাত্রীদের জন্য অনলাইনে আবেদনের জন্য হাতে আর মাত্র ৭দিন৷ ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া৷ চলবে ১০ নভেম্বর পর্যন্ত৷ www.hajcommittee.gov.in ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন করে ফর্ম পূরণ করতে হবে৷ এবছর জুলাই থেকেই হজ যাত্রীদের জন্য চালু হয়েছে ‘হজ সাথী’ অ্যাপ৷ হজ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্যাবলী আছে এই অ্যাপে৷ হজযাত্রার জন্য দ্রুত পাসপোর্ট তৈরি

হজ যাত্রীদের জন্য সুখবর, মক্কা যাওয়ার আবেদন শুরু

কলকাতা: ২০২০-র হজযাত্রীদের জন্য অনলাইনে আবেদনের জন্য হাতে আর মাত্র ৭দিন৷ ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া৷ চলবে ১০ নভেম্বর পর্যন্ত৷ www.hajcommittee.gov.in ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন করে ফর্ম পূরণ করতে হবে৷

এবছর জুলাই থেকেই হজ যাত্রীদের জন্য চালু হয়েছে ‘হজ সাথী’ অ্যাপ৷ হজ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্যাবলী আছে এই অ্যাপে৷ হজযাত্রার জন্য দ্রুত পাসপোর্ট তৈরি করতে অনলাইন ছাড়াও কলকাতা,বহরমপুর ও শিলিগুড়িতে তিনটি পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হয়েছে৷

হজ যাত্রীদের জন্য সুখবর, মক্কা যাওয়ার আবেদন শুরু

এবছর রাজ্য থেকে মক্কায় হজে যাচ্ছেন ১২ হাজার ৪০০ জন৷ গত বছর এই সংখ্যা ছিল সাড়ে ১০ হাজার৷ রাজ্য হজ কমিটি সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ছাড়া ঝাড়খণ্ড, বিহার, মণিপুর, ত্রিপুরা ও অসমের বাসিন্দারাও এবার কলকাতা বিমানবন্দর থেকে মক্কায় যাচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + eighteen =