যীশু’র জীবন উৎসর্গ দিবসেও করোনা প্রভাব, নমোনমো আয়োজনে বড় বার্তা

যীশু’র জীবন উৎসর্গ দিবসেও করোনা প্রভাব, নমোনমো আয়োজনে বড় বার্তা

5e8bec5055db7cf2a46f3a6f684a8e12

কলকাতা: গুড ফ্রাইডে এক পবিত্র দিন৷ কারণ এই দিনে জগতের ত্রাণকর্তা প্রভু যীশু খৃষ্ট সমগ্র মানব জাতির পরিত্রাণের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই দিনটি তাই ত্যাগের মহিমা বহন করে আনে। তাই এই দিনের প্রকৃত তাৎপর্য অনুযায়ী সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা প্রাক্তনী তাদের সভাপতি ও কলজের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক স্যাভিও এবং সেন্ট জেভিয়ার্স কলকাতার সর্বাধ্যক্ষ রেভারেন্ড ফাদার জয়রাজ ভেলুস্বামী ও অন্যান্য ফাদারের নেতৃত্বে বর্তমান লকডাউনের মধ্যে এই দিনটি বিশেষভাবে পালন করে। এই উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এইদিন স্থানীয় দুস্থ অধিবাসীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। সেন্ট জেভিয়ার্স কলকাতা অবশ্য এর আগেই মুখ্যমন্ত্রীর বিশেষ করোনা ত্রাণ তহবিলে ৪০ লক্ষ টাকা দান করেছে। এদিনের খাদ্য বিতরণের কর্মসূচীর আয়োজন করা হয়েছিল কলকাতা পুলিশের সহযোগিতায়।

ফাদার ডমিনিক স্যাভিও বলেন, “আজকের পবিত্র দিনে সবার সঙ্গে দৈনিক আহার ভাগ করে নেবার তাৎপর্যই আলাদা। সেন্ট জেভিয়ার্সে সকলের সংকল্প হচ্ছে অপরের জন্য কিছু করা; আর তার জন্যেই এই কর্মসূচী নেওয়া হয়েছে।” তিনি জানান, “সমস্ত রকম নিরাপত্তা বিধি মেনেই আজকের এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে এবারে লক ডাউন পরিস্থিতির কথা মাথায় রেখে সেন্ট জেভিয়ার্স এর গীর্জায় পূণ্য শুক্রবারের উপাষণায়  পুরোহিতরাই কেবল উপস্থিত থাকবেন। ভক্তদের বাড়ির থেকেই প্রার্থনা করতে বলা হয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *