BJP Rally
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। বিষয়টি যে এখন কার্যত রাজনৈতিক হয়ে গিয়েছে তাতে সন্দেহ থাকছে না। একাধিক বিরোধী দল নানা কর্মসূচি নিয়েছে এই ঘটনার প্রতিবাদ। বিজেপি ইতিমধ্যেই মিছিল করেছে যাদবপুরে। আর তাদের সেই মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে মুখ খুলে গ্রেফতারির নির্দেশ পর্যন্ত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির ‘যাদবপুর বাঁচাও’ মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ‘যাদবপুর বাঁচাও’ কর্মসূচি ছিল বিজেপি যুব মোর্চার। গোলপার্ক থেকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত যে মিছিল হয়েছে তাতেই এই স্লোগান দেওয়া হয়ে বলে দাবি। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ মঞ্চ থেকে এই ইস্যুতে মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই স্লোগান সমর্থন করে না তৃণমূল কংগ্রেস। পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, যারা সেই স্লোগান দিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। মমতার কথায়, গোলি মারো বলছে। দিল্লি করবে ভেবেছে। কার কত সাহস আছে গোলি মারার তিনিও দেখতে চান।
এই ঘটনায় তিনি বিরোধী পক্ষের সকলকে নিশানা করে বলেছে, কংগ্রেস-সিপিএম-বিজেপি সব মিশে গিয়েছে। এখন একসঙ্গে ঝামেলা করার চেষ্টা, উত্তেজিত করার চেষ্টা হচ্ছে বাংলার মানুষকে। এই স্লোগান দিয়ে কেউ যেন গুণ্ডামি করতে না পারে তার জন্য তিনি পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, বিজেপি এই মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখান থেকে ‘জুতো মারো’ স্লোগানও উঠেছিল।