৩ মাসে সোনার দাম বেড়ে ৯ হাজার, আরও বাড়বে নাকি?

কলকাতা: বিভিন্ন পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে গত ৩ মাস ধরে টানা বেড়েই চলেছে সোনার দাম৷ মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসে হলদে ধাতুর…

কলকাতা: বিভিন্ন পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে গত ৩ মাস ধরে টানা বেড়েই চলেছে সোনার দাম৷ মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসে হলদে ধাতুর দামে বৃদ্ধি দেখেছে বাজার৷ মার্চ মাসে সোনার দাম বাড়ে 8.38 শতাংশ এবং এপ্রিলে দাম বৃদ্ধির হার ছিল 4.64 শতাংশ৷ অন্যদিকে, মে মাস জুড়ে সোনার দামে মোট 1.75 শতাংশের বৃদ্ধি হয়েছে৷

জুন মাসে এখন পর্যন্ত ১৯ দিনের সোনার দাম প্রকাশ পেয়েছেতুলনামূলক বিচারে দেখা যাচ্ছে ১ জুন ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল 66 হাজার 500 টাকা৷ যেখানে 19 জুনে দাম রয়েছে 66 হাজার 200 টাকা৷ অর্থাৎ জুন মাসে এখন পর্যন্ত সোনার দাম 0.45 শতাংশ নীচের দিকে নেমেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *