গোয়ালতোড়: গ্রামের যুবক লালচাঁদ তোরা৷ বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় থাকে৷ গত একমাস আগে একবার মদ্যপ অবস্থায় রাস্তার পাশে প্রতিবেশীর বাড়িতে উঁকি মেরে দেখছিলেন৷ বাড়ির লোকজন তা দেখতে ফেলেন৷ হাতেনাতে ধরা পড়ে লালচাঁদ৷ চোর সন্দেহে তাঁকে ধরে পাড়ার লোকজন জরিমানা করে৷ খেটে খাওয়া শ্রমিক ওই যুবকে দু’লক্ষ টাকা জরিমানা করে পাড়ার মোড়লরা৷ না মেটাতে পাড়ায় রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক প্রহার করা হয় সালিশি সভায়৷ পরে জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ৷
জানা গিয়েছে, প্রায় একমাস আগে মদ্যপ অবস্থায় গ্রামের এক বাড়িতে রাতের অন্ধকারে উকি মারার অভিযোগ ওঠে লালচাঁদের বিরুদ্ধে৷ বাড়ির মালিকের অভিযোগ, চুরি করার চেষ্টা করছিল৷ সে তবে চুরি হয়নি৷ এই অপরাধে গ্রামের মোড়লরা কয়েকবার সালিশি সভা ডেকে লালচাঁদকে দু’লক্ষ টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়৷ আর তা না হলে কড়া শাস্তি হবে বলেও জানিয়ে দেওয়া হয় তাকে৷ কিন্তু, খেটে খাওয়া শ্রিমক পরিবার টাকা মেটাতে পারেনি৷ আর এই কারণে শুক্রবার রাতে গ্রামের মোড়লরা সালিশি সভা টাকা দিতে পারবে না বলে ওই সভায় হাজির হননি৷
লালচাঁদের পরিবারের সদস্যরা সালিশি সভায় লালচাঁদ না আসায় রাতে ওই যুবকের বাড়িতে চড়াও হয় স্থানীয়রা৷ ঘুমন্ত অবস্থায় বাড়ির দরজা ভেঙে লালচাঁদকে বাড়ি থেকে বের করে দেন৷ দড়ি দিয়ে হাত বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ লালচাঁদের স্ত্রীর৷ মারধরের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান গোয়ালতোড় থানার পুলিশ৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়৷ ইতিমধ্যেই গোয়ালতোড় থানায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷