শীতে বেড়াতে যাবেন? বিশেষ ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের

কলকাতা: শীতে বেড়াতে যেতে যাঁরা রেলের টিকিটের জন্য হাপিত্যেশ করে বসেছিলেন, তাঁদের জন্য এবার খুশির খবর শোনাল দক্ষিণ-পূর্ব রেল। তারা জানিয়েছে, শালিমার-জয়পুর, সাঁতরাগাছি-চেন্নাই এবং সাঁতরাগাছি-হাপা রুটে বিভিন্ন দিনে মোট ন’জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ট্রেনগুলি চলবে আগামী ১৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যে জয়পুরগামী ট্রেনগুলি শালিমার থেকে ছাড়বে প্রতি সোমবার। ফিরতি পথের ট্রেনগুলি

শীতে বেড়াতে যাবেন? বিশেষ ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের

কলকাতা: শীতে বেড়াতে যেতে যাঁরা রেলের টিকিটের জন্য হাপিত্যেশ করে বসেছিলেন, তাঁদের জন্য এবার খুশির খবর শোনাল দক্ষিণ-পূর্ব রেল। তারা জানিয়েছে, শালিমার-জয়পুর, সাঁতরাগাছি-চেন্নাই এবং সাঁতরাগাছি-হাপা রুটে বিভিন্ন দিনে মোট ন’জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ট্রেনগুলি চলবে আগামী ১৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যে জয়পুরগামী ট্রেনগুলি শালিমার থেকে ছাড়বে প্রতি সোমবার। ফিরতি পথের ট্রেনগুলি ছাড়বে প্রতি বুধবার। চেন্নাইগামী ট্রেনগুলি সাঁতরাগাছি থেকে ছাড়বে প্রতি শুক্রবার। ফিরতি ট্রেনগুলি ছাড়বে প্রতি শনিবার। হাপাগামী ট্রেনগুলি সাঁতরাগাছি থেকে ছাড়বে প্রতি শুক্রবার। ফিরতি ট্রেনগুলি ছাড়বে প্রতি সোমবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + sixteen =