যাত্রী আসনে বসে হনুমানের রেল সফর, দেখে ভিমড়ি যাত্রীদের!

ভাবখানা এমন যেন আপ গোবরডাঙা লোকালের নিত্যযাত্রী৷ জানলার পাশে বসে শীতের হিমেল হাওয়া উপভোগ করতে করতে দিব্যি চলেছেন৷ স্বয়ং ভগবান রামের একনিষ্ঠ ভক্ত বলে কথা৷ হঠাৎ রেগে গেলেই বিপত্তি৷  ওনাকে জায়গা থেকে ওঠানোর সাহস হয়নি কোনো যাত্রীর৷ এমনই দৃশ্য দেখার পর বুধবার দিনভর চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রইলেন এক হনুমান মহাশয়৷

কলকাতা: ভাবখানা এমন যেন আপ গোবরডাঙা লোকালের নিত্যযাত্রী৷ জানলার পাশে বসে শীতের হিমেল হাওয়া উপভোগ করতে করতে দিব্যি চলেছেন৷ স্বয়ং ভগবান রামের একনিষ্ঠ ভক্ত বলে কথা৷ হঠাৎ রেগে গেলেই বিপত্তি৷  ওনাকে জায়গা থেকে ওঠানোর সাহস হয়নি কোনো যাত্রীর৷ এমনই দৃশ্য দেখার পর বুধবার দিনভর চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রইলেন এক হনুমান মহাশয়৷

এদিন সকাল ৯.৪৭ মিনিট নাগাদ শিয়ালদা থেকে ছাড়ে আপ গোবরডাঙা লোকাল৷ ট্রেন যখন বিধাননগর স্টেশনে ঢুকেছে হঠাৎ কামরায় উঠে পড়ে এক হনুমান৷ কারো ভ্রূক্ষেপ না করে সোজা গিয়ে বসে পড়ে জানলার পাশের একটি সিটে, যাত্রীদের পাশেই৷ এহেন দৃশ্য দেখে তো রীতিমতো হতবাক যাত্রীরা! যদিও একেবারে নিশ্চিন্ত মনেই জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলেন হনুমান মহাশয়৷ মাঝেমধ্যে এদিক ওদিক সব নিরাপদ কিনা তাও আন্দাজ করে নিচ্ছিলেন৷

আর প্রত্যক্ষদর্শীদের কথায় কোনো স্টেশনে ট্রেন থামলেই উঁকি মেরে দেখার চেষ্টা করছিলেন৷ যেন কোন স্টেশন এল একবার দেখে নেওয়া৷ আগে পড়ে কোথাও নামার চেষ্টাও করেননি৷ যেন নির্দিষ্ট স্টেশন এলেই নামবেন৷ এভাবেই ঠিক যখন গোরবডাঙা স্টেশনে ট্রেন থামলো তখন বেশ পেশাদার ভঙ্গিতেই ধীরে সুস্থে উঠে প্ল্যাটফর্মে নেমে চলে গেলেন নিজের গন্তব্যে৷ গন্তব্য কোথায় সেটা  শুধু তিনিই জানেন৷ তবে এক হনুমানের এহেন কীর্তি দেখে  রীতিমতো তাজ্জব নিত্যযাত্রীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =