নিজস্ব সংবাদদাতা, কাঁথি: বৃহস্পতিবার কাঁথিতে রোড শো করে বিজেপির শক্তি প্রদর্শন করেছেন গেরুয়া শিবিরে সদ্য যোগ দেওয়া শুভেন্দু অধিকারী৷ এরপর সভা করে তৃণমূলকে একের পর এক নিশানা শানালেন শুভেন্দু অধিকারী৷ এদিন শুভেন্দুর বক্তব্যে ছত্রে ছত্রে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর ক্ষোভ৷ আক্রমণাত্মক ভঙ্গিতে এদিন বক্তব্য বলতে শোনা যায় তাঁকে৷ একইসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সৌগত রায়কেও তুলোধনা করেন শুভেন্দু৷ তাঁর কথায়, “মানুষ আমাদের সঙ্গে আছে। তোলাবাজ ভাইপোতে আপত্তি। এবার ২০০ পার করবে বিজেপি।” একইসঙ্গে শুভেন্দুর দাবি, তিনি ও দিলীপ ঘোষ মিলে ৩৫ টি আসন জেতাবে বিজেপিকে৷
এদিন নাম না করে রাজ্যের এক মন্ত্রী তথা কলকাতার মেয়রকে মিনি পাকিস্তান মন্ত্রী বলতে শোনা যায় শুভেন্দুকে৷ বলেন, ‘উপনির্বাচনে টিকিট পায়নি বলে মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।’ একইসঙ্গে সৌগতকেও তোপ দাগেন তিনি৷ ভাইপোকেও একহাত নিয়ে শুভেন্দু বলেন, এবার ক্ষমতায় এলে কিডনিপাচার করবে৷ তাই এই তৃণমূল আর নয়৷ সৌগত রায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘সৌগত রায় বড় বড় কথা বলে গেছেন। ১৯৯৮ সালে একদিকে মমতার পতাকা, অন্যদিকে বিজেপির পতাকা। তখন কী বলেছিলেন সৌগত রায়, সবাইকে শোনাব। বনগাঁতে সৌগত রায়ের প্রচারের জন্য আমাকে পাঠিয়েছিল। ’
একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘এটা ট্রেলার দেখছেন, সিনেমা বাকি আছে। ভাইপো ক্যাডার পুলিশদের পাঠিয়েছে।’ পাশপাশি কর্মসংস্থানের প্রসঙ্গে তুলেও তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু৷ মমতাকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, গোপীবল্লভপুরের দিলীপ ঘোষ আর মেদিনীপুরের শুভেন্দু হাত মিলিয়েছেন, এবার মমতাকে ক্ষমতা থেকে উত্খাত করেই ছাড়বেন তারা৷ একইসঙ্গে তাঁর দাবি, বাংলায় পদ্মফুল ফুটিয়ে তবেই ঘুমোতে যাব৷
এদিন বক্তব্য শেষে শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে ৭ তারিখে আসছেন, কী বলবেন আমি জানি। পাল্টা ৮ তারিখে বিজেপির সভায় সব উত্তর দেব। মমতা সরকারি ক্ষমতা দিয়ে লোক আনবেন, আমার সঙ্গে ভালোবেসে থাকবে মানুষ।’