উডবার্নের সাড়ে ১২ কেবিনে মমতা, রাজ্যপালকে ‘গো ব্যাক’ স্লোগান SSKM-এ

উডবার্নের সাড়ে ১২ কেবিনে মমতা, রাজ্যপালকে ‘গো ব্যাক’ স্লোগান SSKM-এ

কলকাতা:  উডবার্নের সাড়ে ১২ কেবিনে ভর্তি করা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিশেষ কেবিনে রাখা হয়েছে তাঁকে৷ এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধরকড়৷ তিনি হাসপাতালে ঢুকতেই গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল সমর্থকরা৷ রাজ্যপাল বিজেপি’র দালাল বলে স্লোগানিং করা হয়৷  তবে রাজ্যপালের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় উডবার্ন ব্লক৷ 

আরও পড়ুন-  বিমার নামে ১কোটি টাকার প্রতারণা, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে সর্বশান্ত চিকিৎসক

এদিকে মুখ্যমন্ত্রীর জন্য গঠিত হল মেডিক্যাল বোর্ড৷ বোর্ডে রয়েছে নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, জেনারেল মেডিসিন, ইমার্জেন্সি বিভাগ৷ রয়েছে অ্যানেসথেসিয়া বিভাগও৷ উডবার্ন ইউনিটে চিকিৎসা শুরু হয়েছে তাঁর৷ মূলত পায়ে চোট রয়েছে মুখ্যমন্ত্রীর৷ উডবার্নে উপস্থিত রয়েছেন অর্থোপেডিক চিকিৎসকরা৷ ইতিমধ্যেই তৃণমূল নেতারা এসএসকেএম-এ আসতে শুরু করে দিয়েছেন৷ অখিলেশ যাদব এবং অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নিয়েছে বলে খবর৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট গুরুতর বলেই মনে করা হচ্ছে৷ তিনি নন্দীগ্রাম থেকেরওনা দেওয়ার সময় বাড়ি যাওয়ার কথা বলেছিলেন৷ তবে তিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷   

আরও পড়ুন- নিজের আর দলের হারের লক্ষণ! নন্দীগ্রামের ঘটনায় মমতাকে একহাত পীযুষের

মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়৷ হাসপাতালেও চলে ব্যাপক স্লোগানিং৷ ছি ছি রব ওঠে বিজেপি’র বিরুদ্ধে৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ হাসপাতালে উপস্থিত রোগীদের যাতে অসুবিধা না হয়, সে জন্য তাদের শান্ত থাকতে বলা হয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + one =