ফের বহিরাগত ইস্যু, বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগান‌ পানিহাটিতে

ফের বহিরাগত ইস্যু, বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগান‌ পানিহাটিতে

পানিহাটি: তৃণমূল কংগ্রেস এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বহিরাগত ইস্যুতে বিজেপিকে বিঁধেছেন। সেই বহিরাগত ইস্যু নিয়ে ভোট পঞ্চমীর দিন উত্তপ্ত হলো পানিহাটি। সেখানকার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল কংগ্রেস এবং কর্মী-সমর্থকদের অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চললেও হঠাৎ কিছু বহিরাগতদের নিয়ে এসে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাদের এলাকার এই‌ বুথে কোনদিন কোনরকম অশান্তি হয়নি। এবারেও সকাল থেকে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছিল এখানে। কিন্তু বেলা করাতেই হঠাৎ কিছু বহিরাগতদের এলাকায় নিয়ে এসে এলাকার শান্তি ভঙ্গ করার প্রচেষ্টা করেন বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়। এমনকি ওই বহিরাগতদের কাজে লাগিয়ে ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করেন তিনি। অল্প মুহূর্তের মধ্যেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় সেখানে। বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মী-সমর্থকরা। সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। যদিও এই বহিরাগত ইস্যু নিয়ে সেই রকম কোনো প্রতিক্রিয়া দেননি বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *