রায়গঞ্জ: ব্যতিক্রমী বৌভাতের আয়োজন৷ নব দম্পতিকে উপহার দিয়ে নয়, অতিথিই আশীর্বাদ করলেন রক্তদান করে৷ রায়গঞ্জ শহরের দেবীনগরের স্বর্ণব্যবসায়ী দীপঙ্কর রায় ও পাত্রী প্রতিভা ঘোষের এই উদ্যোগ কর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া৷ গরমে রক্তের সংকট মেটাতেই এই বলে জানিয়েছেন দীপঙ্কর ও প্রতিভা৷
গত ৮ মে তাঁদের বৌভাতের প্রীতিভোজে যোগ দেওয়া অতিথিরা অনেকেই রক্তদান করেছেন। অনুষ্ঠানে আয়োজনের কোনও খামতি ছিল না। আর পাঁচটা বিয়েবাড়ির মতোই আলোর রোশনাই, সুদৃশ্য মণ্ডপ, সানাইয়ের সুর, সবই ছিল। ছিল জমকালো বেনারসি শাড়ি, জড়োয়া গহনার সাজ, আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব, হইহুল্লোড়, এলাহী খানাপিনা৷ কিন্তু এইসবের সঙ্গেই বিয়েবাড়ির লাগোয়া এক স্থানে ছিল রক্তদান শিবিরও৷ নবদম্পতি বিবাহ বাড়িতে অতিথিদের আপ্পায়নের মধ্যেই মাঝে মাঝে ঢু মেরেছেন সেই শিবিরে। দীপঙ্কর ও প্রতিভা জানেন, একদিনের ওই শিবিরে হয়তো জেলার হাসপাতাগুলির রক্তের সমস্যা একেবারে মিটে যাবে না৷ কিন্তু তাঁদের এই উদ্যোগ বহু মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করবে এই আশা তাঁরা করছেন৷