নন্দীগ্রাম: কয়েক সপ্তাহ হয়েছে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবিরের নাম লেখানোর পরমুহূর্ত থেকেই রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন রয়েছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাতে যেন তারা বাংলাকে তুলে দেন। এদিন নন্দীগ্রামের জনসভা করেও একই অনুরোধ করলেন নব্য বিজেপি নেতা।
এদিন শুভেন্দু বলেন, কেন্দ্র এবং রাজ্য একই সরকারের অধীনে থাকা উচিত। এই কারণে মানুষ যেন বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেন। শুভেন্দুর কথায়, কেন্দ্র এবং রাজ্যের একই সরকার থাকবে সেই কারণে বাংলাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, এখন লাল মাটির শুভেন্দু আর বালু মাটির দিলীপ এক হয়েছেন, অবাধ গণতান্ত্রিকভাবে ভোট হবে বাংলায়। নন্দীগ্রামের নির্বাচন প্রসঙ্গে এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। চ্যালেঞ্জ করেন, দুই জায়গায় দাঁড়াতে চলবে না, মাননীয়া মুখ্যমন্ত্রীকে এক জায়গাতেই প্রার্থী হতে হবে এবং সেটা নন্দীগ্রামে। এই প্রেক্ষিতেই শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, তার কাছে সব অংক আছে। এখানে তিনটে জায়গায় ভোট পাবে তৃণমূল কংগ্রেস বাকি চৌদ্দটা জায়গায় ভোকাট্টা করে দেওয়া হবে তাদের। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে ত্রিপল চোর, করোনাভাইরাস টিকা চোর এবং বিজেপির শ্লোগান চলতেও ছাড়েননি শুভেন্দু অধিকারী।
তিনি আরো বলেন, এখানকার মানুষকে তাঁর থেকে ভালো কেউ জানে না, চেনে না। তাই এখানে কি হতে চলেছে তার অংক আগে থেকেই জানান তিনি। শুভেন্দুর কথায়, পাঁচ বছর অন্তর অন্তর নন্দীগ্রামের কথা মনে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এখন আর এসব করে লাভ হবে না কারণ তৃণমূল কংগ্রেসের নৌকায় ফুটো হয়ে গিয়ে জল ঢুকতে শুরু করেছে! তিনি উল্লেখ করেন, এখন আর তৃণমূলের কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে কোন লাভ নেই, কারণ এখন দল ঘাটে উঠে গেছে, হরি বল হরি বল করার সময় আসছে।