কোভিড হাসপাতালে চরম অব্যবস্থা, ভিডিও ফাঁস হতেই রোগীকে চাপ, মোবাইল লোপাটের চেষ্টা!

সারা বাংলা জুড়ে করোনা রোগীদের একের পর এক অভিযোগ আসছে। কোথাও চিকিৎসা ব্যবস্থা তলানিতে, শ্বাসকষ্ট হলে অক্সিজেনটুকু দেওয়া হচ্ছে না। কখনও আবার বেসরকারি হাসপাতালগুলো এত বেশি টাকা চাইছে, তা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। সোমবার রাত থেকেই করোনা আক্রান্ত এক রোগীর ভিডিও রাজ্য জুড়ে ভাইরাল হয়েছে। নামেই কোভিড হাসপাতাল, সেখানেই করোনা রোগীদের চরম অব্যবস্থার মধ্যে ফেলে রাখা হয়েছে।

 

হাওড়া: সারা বাংলাজুড়ে করোনা রোগীদের একের পর এক অভিযোগ আসছে৷ কোথাও চিকিৎসা ব্যবস্থা তলানিতে, শ্বাসকষ্ট হলে অক্সিজেনটুকু দেওয়া হচ্ছে না! কখনও আবার বেসরকারি হাসপাতালগুলিতে এত বেশি টাকা চাইছে, তা সাধারণ মানুষের সাধ্যের বাইরে৷ সোমবার রাত থেকে করোনা আক্রান্ত এক রোগীর ভিডিও রাজ্যজুড়ে ভাইরাল হয়েছে৷ নামেই কোভিড হাসপাতাল, সেখানে করোনা রোগীদের চরম অব্যবস্থার মধ্যে ফেলে রাখা হয়েছে৷

আরও পড়ুন- ভর্তির আগে ৩ লক্ষ টাকা দাবি ডিশানের! দরাদরির মাঝেই অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

করোনা সংক্রমণ নিয়ে বুধবার ঘুসুড়ির টিএল জয়সওয়াল হাসপাতালে ভর্তি হন সালকিয়ার মৌমিতা ঘোষ৷ টানা ছয়দিন তিনি হাসাপাতালে চরম অব্যবস্থার শিকার হন৷ বাধ্য হয়ে সোমবার তিনি ফেসবুক লাইভ করে তাঁর ও তাঁর সঙ্গে থাকা অন্যান্য করোনা আক্রান্তদের দুর্দশার কথা তুলে ধরেন৷ সোমবার রাত আটটার পর থেকে একের পর এক লাইভ করতে থাকেন ফেসবুকে৷ তিনি বলেন, শ্বাসকষ্ট হওয়ার পরেও তাঁকে অক্সিজেন দিচ্ছে না৷ জ্বর এলে থার্মোমিটার দিয়ে দেখতে পর্যন্ত পারছেন না কতো জ্বর হয়েছে৷  শুধু তাই নয়, শৌচালয়ে জল নেই৷ খাবার অতি নিম্নমানের৷ খুব অসুস্থ বোধ করার সময় হাসপাতালের নার্সদের বার বার করে ডাকলেও আসেননি তাঁরা৷ প্রেশার মাপার যন্ত্র খারা, অভিযোগ রোগীর৷

ফেসবুকে একের পর এক লাইভ করে অভিযোগ করতে থাকেন তিনি৷ ফেসবুকে লাইভে মৌমিতা বলেন, ‘প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। পানীয় জল নেই। সাহায্য চেয়ে বারবার ডাকছি। কিন্তু কেউ আসছে না। কোনও নার্স আসছে না। কেউ আমার কথা কানে তুলছে না। কোনও খাবার দিচ্ছে না। ডিম দিলেও, সেটি পচা।’‌

আরও পড়ুন-  টানা ৫ ঘণ্টা মস্তিস্কে অস্ত্রোপচার, কেমন আছেন প্রণব মুখোপাধ্যায়?

ফেসবুকে লাইভ করার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাঁর জন্য সঙ্গে সঙ্গে অক্সিজেনের ব্যবস্থা করা হয়৷ তবে বার বার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছে হাসপাতাল বলেও মৌমিতা অভিযোগ করেন৷ অন্যদিকে, ফেসবুকে ভিডিও দেখার পরেও আক্রান্তের সঙ্গে দেখা করেন লক্ষীরতন শুক্লা৷ সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি৷ যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =