মমতার গোত্র মন্তব্যে সরব ওয়েইসি থেকে গিরিরাজ, পাল্টা দিলেন নেত্রীকে

মমতার গোত্র মন্তব্যে সরব ওয়েইসি থেকে গিরিরাজ, পাল্টা দিলেন নেত্রীকে

a6dfeec19b1a6836bf758ae63a34dbbd

কলকাতা: নির্বাচনের আবহে একাধিক জায়গায় জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রকম একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, এক মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করেন তাঁর গোত্র কী, তিনি উত্তর দিয়েছিলেন তাঁর গোত্র মা-মাটি-মানুষ, কিন্তু আসলে তাঁর গোত্র শান্ডিল্য। এই নিয়ে এবার তাঁকে পাল্টা আক্রমণ করছে বিজেপি এবং মিম। অভিযোগ করা হচ্ছে, শুধুমাত্র ভোটের রাজনীতির জন্যই মমতা এমন মন্তব্য করেছেন। 

মমতার এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মন্তব্য করেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা তাকে রাক্ষস বলেছে আর টিকি নিয়ে আক্রমণ করেছে। তার লোকেরা আমার ধর্ম আর জয় শ্রীরাম ঘৃণা করে। কিন্তু আমি আমার টিকি আর সংস্কার এবং সংস্কৃতি নিয়ে গর্বিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানানো উচিত যে একদিকে কেন তিনি কালমা পড়েন এবং অন্যদিকে নিজের গোত্র বলেন”। তিনি আরও বলেন, যাঁরা ভোটের জন্য রোহিঙ্গাদের সঙ্গে সমঝোতা করছেন, যাঁরা দুর্গা-কালী পুজো বন্ধ করে দিয়েছেন, যাঁরা হিন্দুদের অসম্মান করেন, তাঁরাই এখন পরাজয়ের ভয়ে গোত্র নিয়ে পড়েছেন৷ ভোটে হারার ভয়েই মমতাদিদি নিজের গোত্র বললেন…তিনি ভয় পেয়েছেন।

 

অন্যদিকে আসাউদ্দিন ওয়েইসি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে বলেছেন, বিজেপি যে ধরনের রাজনীতি করে ঠিক সেই ধরনের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মধ্যে তিনি বলছেন তাঁর গোত্র কী, বুঝিয়ে দিচ্ছেন তিনি উচ্চ জাতের এবং ব্রাহ্মণ। কিন্তু পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু এবং দলিত রয়েছেন তাহলে তাদের কী হবে, এই প্রশ্ন তুলেছেন তিনি। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *