বাংলার ১০ হাজার মহিলা কর্মীকে ট্যাব উপহার রাজ্যের

কলকাতা: গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার চাবিকাঠি লুকিয়ে রয়েছে বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বাস্থ্যকর্মীদের হাতে৷ টিকাকরণ থেকে শুরু করে যক্ষা নিরাময় অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন বাংলার কয়েক হাজার স্বাস্থ্যকর্মী৷ কিন্তু এই গ্রামে-গ্রামে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে সমস্যায় পড়তেন তাঁরা৷ অন্তত ৪০টি রেজিস্টার খাতায় রোগীদের বিবরণ লিখতে হত তাঁদের৷ ফলে সমস্যায় পড়তেন তাঁরা৷

বাংলার ১০ হাজার মহিলা কর্মীকে ট্যাব উপহার রাজ্যের

কলকাতা: গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার চাবিকাঠি লুকিয়ে রয়েছে বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বাস্থ্যকর্মীদের হাতে৷ টিকাকরণ থেকে শুরু করে যক্ষা নিরাময় অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন বাংলার কয়েক হাজার স্বাস্থ্যকর্মী৷ কিন্তু এই গ্রামে-গ্রামে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে সমস্যায় পড়তেন তাঁরা৷ অন্তত ৪০টি রেজিস্টার খাতায় রোগীদের বিবরণ লিখতে হত তাঁদের৷ ফলে সমস্যায় পড়তেন তাঁরা৷ কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে এবার সেই সমস্ত ঝঞ্ঝাট মিটতে চলেছে৷ কাজে গতি আনতে এবার বাংলার প্রায় ১০ হাজার মহিলা স্বাস্থ্যকর্মীর হাতে অত্যাধুনিক ট্যাব তুলে দিচ্ছে স্বাস্থ্য দপ্তর৷

মুখ্যমন্ত্রীর সম্মতিতে রাজ্যের কমপক্ষে ১০ হাজার ৩৫৬ জন মহিলা স্বাস্থ্য কর্মীদের হাতে অত্যাধুনিক ল্যাপটপ বা ট্যাব তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়৷ টেন্ডার ডেকে সেই কাজ শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ পুজোর ছুটির পর রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে উপ-স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা অন্তত ১০ হাজার স্বাস্থ্য কর্মীর হাতে তুলে দেওয়া কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷

স্বাস্থ্য কর্মীদের হাতে ট্যাব তুলে দিয়ে একদিকে যেমন সরাসরি রোগীদের বিবরণ অ্যাপসের মাধ্যমে সংরক্ষিত করা যাচ্ছে, তেমনি যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে বলে মনে করা হচ্ছে৷ তবে, ট্যাবের অপব্যবহার রুখতে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্ক সাইট নিষিদ্ধ করা হয়েছে৷ শুধুমাত্র ফোন করার ব্যবস্থা চালু রেখে স্বাস্থ্য কর্মীদের হাতে ট্যাব তুলে দেওয়ার কাজ শুর করেছে স্বাস্থ্য দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 3 =