পুরুলিয়া: ভূত চতুর্দশীতে নাকি পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন ভূত দেখা যায়৷ ভূত চতুর্দশীর সময় এমনই গুজব ছড়িয়ে পড়েছে এলাকায়৷ কিন্তু ওই দিন স্টেশনে ভূত দেখতে পারলে সরসরি পুরস্কারের ঘোষণা বিজ্ঞান মঞ্চের৷
ভূত চতুর্দশীতে পুরুলিয়ার কোটশিলা থানার বেগুনকদর স্টেশনে ভূত দেখতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে৷ এবিষয়ে বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সম্পাদক নয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন, এই স্টেশনে বহু চেষ্টায় ভূতের ভয় দূর করা গিয়েছে৷ তারপরেও ওই স্টেশনে নাম করে ভূতের গুজব ছড়ানো হচ্ছে৷
১৯৬০ সালে পুরুলিয়ার থানার বেগুনকদর গ্রামের অদূরে স্টেশন তৈরি হয়৷ ওই বছর স্টেশন ম্যানেজার ও তাঁর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়৷ এরপর থেকে নাকি স্টেশনে ট্রেন এলেই আর্তনাদ ও ছায়ামূর্তি ভেসে আসতে থাকে বলে অভিযোগ স্থানীয়দের৷ এমনকি স্টেশনের এলাকার ছায়ামূর্তি ভেসে বেড়ায়৷ ২০০৬ সালে সাল নাগাদ আবার ওই স্টেশন চালু করার প্রক্রিয়া করা হলেও কোনও ট্রেন স্টেশনে থামত না৷ বছর দু’য়েক আগে থেকেই প্রশাসন ওই স্টেশন থেকে রাত জাগার অভিযান শুরু করে৷
সেই সময় থেকে হাতেগোনা কয়েকটি ট্রেন থামে বেগুনকোদর স্টেশন৷২০১৭ সালের স্টেশনে রাত জাগেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা৷ তাদের দাবি, ভূত বলে কিছু নেই৷ ভূতের গুজব ছড়ানো হয়৷ ‘ঘোস্ট স্টেশন’ নাম করে এক প্রকার ব্যবসা চালানো হচ্ছিল৷ সেটা বন্ধ করেছে প্রশাসন৷ তার পরেও আবার নাকি ভূত চতুর্দশীর সময় ওই স্টেশনে ভূত দেখা যায়৷ এই ঘটনার কথা জানতে পেরে আবার সরব হয় বিজ্ঞান মঞ্চ৷ এবার সরাসরি পুরস্কারের ঘোষণা করে করা হয়েছে৷ যদিও, ভূত চতুর্দশীর কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও ভূত তো দূরের কথা, পুরস্কারের জন্য দাবিও করেননি কোনও ব্যক্তি৷