ঘাটাল: সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। দেশের সীমান্তে চিনা সেনাদের সংঘর্ষে ২০ জনের মৃ্ত্যু হয়েছে। এই পরিস্থিতি চিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার। চিনের বিরুদ্ধে ৫৯টি অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। একদিক থেকে ভারতীয়রা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। যে কয়েকটি অ্যাপ বন্ধ করে দেওযা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপ রয়েছে। যে গুলো কাজে লাগে। এবার উপায়।
বুদ্ধি, চিন্তা প্রগতিতে মোটেই পিছিয়ে নেই ভারত। আত্মনির্ভরশীল ভারত এবার নিজেদের অ্যাপ নিজেই তৈরি করে ফেলতে পারবে। এমনই আশ্বাস পাওয়া গিয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সরকারের সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করেছে ঘাটালের এক ছাত্র। তিনি এমন একটি অ্যাপ তৈরি করতে করছেন, যেখানে ১০০ জনের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে। এই ধরনের অ্যাপে মূলত অনলাইন ক্লাস করাতে সুবিধা হবে। এখন বেশিরভাগ স্কুল কলেজ বন্ধ। অনলাইন ক্লাস শুরু হয়েছে বিভিন্ন জায়াগায়।
ঘাটালের জলসারা হাইস্কুলের ছাত্র অর্ণব এই বছর মাধ্যমিক দিয়েছেন। তিনি সম্প্রতি একটি অ্যাপ তৈরি করেছেন। যেখানে ১০০ জনের সঙ্গে একসঙ্গে ক্লাস করা যাবে। দিন-রাত এক করে অর্ণব এই কাজ করেছে। কোনও কোনও দিন ১৬ থেকে ১৮ ঘণ্টাও কাজ করেছেন। তিনি এই অ্যাপের নাম দিয়েছেন দৃষ্টি। ছেলের এমন সৃষ্টিতে খুশি তাঁর বাবা হারাধন বাবু। তিনি জানিয়েছেন, ছেলে পড়াশোনার সব সময় খুব ভালো। মোবাইলের প্রতি ঝোঁক রয়েছে। সেই কারণে কোনও দিন পড়াশোনায় অবহেলা করেনি। অর্ণব জানিয়েছে, তিনি ভবিষ্যতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে চায়।