জলপাইগুড়ি: ধূপগুড়িতে সংগীতশিল্পী সোমলতাকে হেনস্থার অভিযোগ। স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। হেনস্থার অভিযোগ মদ্যপ শিক্ষক অর্ণব সাহার বিরুদ্ধে। পুলিশ গিয়ে সোমলতাকে উদ্ধার করে। এদিন দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ করে গোটা ঘটনার কথা জানান সোসলতা৷ সাড়ে নয় মিনিটের একটি ভিডিও পোস্ট করে সোমলতা বলেন, ‘‘এদিন মঞ্চে উঠে অর্ণব সাহার নামের একজন শিক্ষক আমাকে হেনস্তা করে৷ মঞ্চে উঠে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়৷ মদ্যপ অবস্থায় আমাদের গোটা টিমকে আটকে রাখার চেষ্টা করা হয়৷’’
ঠিক কী হয়েছিল? শুক্রবার ধূপগুড়ির একটি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান ছিল৷ ওই স্কুলেই নিজের ব্যান্ডের সদস্যদের সঙ্গে গান গাইতে গিয়েছিলেন সোমলতা৷ অভিযোগ, ওই স্কুলেরই শিক্ষক অর্ণব সাহা তাঁকে মঞ্চে উঠে হেনস্তা করে৷ মঞ্চে উঠে ওই শিক্ষক ছাত্রছাত্রীদের উসকানিমূলক মন্তব্যের পাশাপাশি গায়িকার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যও করে৷ শুধু গায়িকাই নন, অপমান করা হয় তাঁর দলে থাকা অন্যান্য শিল্পীদেরও৷ পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই শিক্ষকের লোকজন তাদের উপর হামলা করে বলে অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷ পরে যদিও উত্তরবঙ্গ জেলা পুলিশের উদ্যোগে কোনওক্রমে ওই স্কুল থেকে হোটেলে পৌঁছান গায়িকা৷ এমনকী পুলিশ তাঁদের বিমানবন্দরেও পৌঁছে দেয়৷