কলকাতা: দুর্গাপুজোয় বেশি রাত পর্যন্ত ট্রেন চালিয়ে ‘সাফল্য’ মিলেছিল। সেই ‘সাফল্যে’ ভর করে বড়দিন এবং বর্ষ শেষের দিনটিতে যাত্রীদের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালানোর কথা আগেই জানিয়েছিল মেট্রো রেল। বৃহস্পতিবার তারা জানিয়েছে, ওই দু’দিনের পাশাপাশি আগামী ২৪ ডিসেম্বর, অর্থাৎ সোমবারও বিশেষ সূচিতে গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে। কিন্তু ট্রেন চলাচলের সূচনা হবে সকাল ৮টায়। তাতে সকালে যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেট্রো সূত্রের খবর, পৌনে ৭টার বদলে এই তিন দিন দমদম-কবি সুভাষ স্টেশনের মধ্যে মেট্রো চলাচলের সূচনা হবে সকাল ৮টায়। এই দুই প্রান্ত থেকে শেষ ট্রেন রাত ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। আগামী ২৪ ডিসেম্বর বিভিন্ন অফিস খোলা থাকায় কাজের দিনের মতোই আপ-ডাউন মিলিয়ে ৩০০টি ট্রেন চালানো হবে। ২৫ ডিসেম্বরে আপ-ডাউন মিলিয়ে চলবে ২২৪টি ট্রেন। ৩১ ডিসেম্বর আপ-ডাউন মিলিয়ে ৩০০টি ট্রেনই চালানো হবে। এই তিনদিন নোয়াপাড়া থেকে প্রথম এবং শেষ ট্রেন ছাড়বে যথাক্রমে সকাল ৮টা ১৭ এবং রাত ১১টা ৪ মিনিটে। ২৪, ২৫ এবং ৩১ ডিসেম্বর কবি সুভাষ স্টেশন থেকে নোয়াপাড়ার জন্য শেষ ট্রেন ছাড়বে যথাক্রমে রাত ১০টা ৫, ১০টা এবং ১০টা ৫ মিনিটে। মেট্রোর এক কর্তা বলেন, যেসব স্টেশনে ভিড় বেশি থাকবে, সেখানে বেশি সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। মোট ৫৬০টি সিসিটিভি দিয়ে কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হবে। যেখানে ব্যাগেজ স্ক্যানার মেশিন খারাপ, সেখানে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের ব্যবহার বাড়ানো হবে। থাকবে কমান্ডো বাহিনীও। তবে, শীত-উৎসবের ভিড় সামাল দিতে নয়া রেক নামানো হচ্ছে না। নয়া রেকগুলি বাণিজ্যিকভাবে চালানোর অনুমোদন এখনও মেলেনি। তাই বর্তমান রেকগুলি দিয়েই পরিষেবা দেওয়া হবে বলে খবর।
বছর শেষে রাতভর করুন পার্টি, বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করছে মেট্রো রেল
কলকাতা: দুর্গাপুজোয় বেশি রাত পর্যন্ত ট্রেন চালিয়ে ‘সাফল্য’ মিলেছিল। সেই ‘সাফল্যে’ ভর করে বড়দিন এবং বর্ষ শেষের দিনটিতে যাত্রীদের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালানোর কথা আগেই জানিয়েছিল মেট্রো রেল। বৃহস্পতিবার তারা জানিয়েছে, ওই দু’দিনের পাশাপাশি আগামী ২৪ ডিসেম্বর, অর্থাৎ সোমবারও বিশেষ সূচিতে গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে। কিন্তু ট্রেন চলাচলের সূচনা হবে সকাল ৮টায়। তাতে