বিজেপির হয়ে বাংলার ময়দানে গৌতম, থাকবেন এখানেই!

বিজেপির হয়ে বাংলার ময়দানে গৌতম, থাকবেন এখানেই!

কলকাতা: দুই বারের আই পি এল জয়ী কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর কলকাতায় আসছেন বিজেপির হয়ে প্রচার করতে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে উনি দলের হয়ে প্রচারের ইচ্ছা প্রকাশ করেছেন। রাজ্য বিজেপিও তাঁকে কলকাতায় প্রচারে পেতে উৎসাহী। গৌতম গম্ভীরের সঙ্গে বাংলার ক্রিকেটপ্রেমী মানুষ আন্তরিক সম্পর্ক স্থাপন করেছে। ঘটনাচক্রে খেলা ছাড়ার পর গৌতম বিজেপিতে যুক্ত হয়েছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলির হাত ধরে। দিল্লি পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সাংসদও নির্বাচিত হয়েছেন তিনি। পার্টি সূত্রে খবর, গৌতম কলকাতায় প্রচারে আসবেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বহিরাগত’ মন্তব্যে নিজের হতাশার কথা জানিয়েছিলেন গৌতম। তিনি বলেছিলেন, “কলকাতায় থাকার সময় ক্ষনিকের জন্যও আমার মনে হয়নি যে আমি বহিরাগত।” আপাতত বিজেপি সূত্রে যা খবর, মার্চের ২২ তারিখ থেকে পশ্চিমবঙ্গে প্রচার শুরু করছেন গৌতম। ৮টি দফার প্রচার করবেন। এছাড়া আসামেও তিন দফার প্রচার করবেন। রাজ্যে বেশ কিছু দিন থেকেও যাবেন। এটি দিল্লির বাইরে বিজেপির পক্ষে গৌতম গম্ভীরের প্রথম পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচারণা হবে। এর আগে, তিনি গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রাক্তন হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের পক্ষে প্রচার করেছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে জেলা উন্নয়ন কাউন্সিলের (ডিডিসি) নির্বাচনের সময় জম্মু ও কাশ্মীর সফরের তাঁর পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

গৌতম কিছুদিন আগেই বলেছেন, “এমনকি আমি এক মুহূর্তের জন্যও অনুভব করিনি যে আমি বাইরের লোক এবং কলকাতায় বা বাংলার অন্য কোথাও জন্মগ্রহণ করিনি বা বেড়ে ওঠেনি, আমি প্রেসিডেন্সি কলেজ বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়িনি বা পার্ক স্ট্রিট থেকে এগ রোল খাইনি।” প্রাক্তন এই ক্রিকেটার বলেছেন, “আমি সর্বদা এই বিশাল ও সুখী পরিবারের একটি অংশের মতো অনুভব করি যা প্রতিবারের সাথে আমি এই রাজ্যে গিয়েছিলাম এবং আমাকে আশীর্বাদ দিয়েছিল।” গৌতমের নেতৃত্বেই দুই বার আই পি এল যেতে কে কে আর। জেতার পর গৌতম সহ সমস্ত দল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সোনার নেকলেস ও পেয়েছিলেন। কে কে আরের মালিক শাহরুখ খানের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অন্যান্য মন্ত্রীরা ইডেন গার্ডেনে সেই সেলিব্রেশনে মেতে উঠেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =