রাজ্যে ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ আদানির, আর কারা কারা আছেন সম্মেলনে?

রাজ্যে ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ আদানির, আর কারা কারা আছেন সম্মেলনে?

কলকাতা: রাজ্যপালের ভাষণে শুরু হল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন৷ বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে ২০ এবং ২১ এপ্রিল বসবে বিজিবিএসের আসর। সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের তাবড় তাবড় শিল্পপতিরা। উপস্থিত থাকবেন ১৯টি দেশের ২৫০ জন প্রতিনিধি৷  বিশ্ব বাংলা বাণিজ্য মঞ্চ থেকে রাজ্যে ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ ঘোষণা করেন গৌতম আদানি৷  তিনি জানান, একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে আদানি গ্রুপ৷ 

আরও পড়ুন- আরও একটা নতুন নাটক! বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে খোঁচা দিলীপের

এদিন গৌতম আদানি বলেন, আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ৷ বাংলা সর্বদাই আমাকে মুগ্ধ করেছে৷ গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, আজ বাংলা যা ভাববে, আগামীদিন ভারত তা ভাববে৷ অত্যন্ত সত্য কথা৷ বাংলা দেশের অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে৷ তিনি আরও বলেন, কন্যাশ্রী অসাধারণ প্রকল্প। রাষ্ট্রপুঞ্জে পুরস্কার পেয়েছে এই প্রকল্প। কলকাতায় এসে গর্ববোধ করছি। এর পরেই রাজ্যে ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করার কথা ঘোষণা করেন গৌতম আদানি৷ জানান, ২০ থেকে ২৫ হাজার নতুন কর্মসংস্থান হবে বাংলায়। 
 

প্রথমে ঠিক ছিল এই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ পরে অবশ্য আমন্ত্রণ পান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নাম থাকলেও, নাম নেই নমোর৷ 

জানা গিয়েছে, বিদেশি প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ৪৯ জন ব্রিটেনের প্রতিনিধি। আমেরিকা, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ডের শিল্প প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দেবেন। উপস্থিত থাকবেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি, আজিম প্রেমজি, নীরঞ্জন হীরা নন্দানি, হর্ষ নেওটিয়া, সজ্জন জিন্দল, ওয়াই সি দেবেশ্বর, সঞ্জীব গোয়েঙ্কারা। এবারের সম্মেলনে সবচেয়ে বড় বিনিয়োগ আসতে পারে তাজপুর সমুদ্র বন্দরকে ঘিরে ৷ এখানে বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী।