দুর্গাপুর: ভয়াবহ গ্যাস লিকের ঘটনা ঘটল দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে ৩ জন শ্রমিকের মৃত্যুর খবর আসছে এবং চার জন ঠিকা শ্রমিক গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। শরীরে কার্বন মনোক্সাইড গ্যাস ঢুকে যাওয়ায় তিন জনের মৃত্যু হয়েছে বলে অনুমান।
আরও পড়ুন- হিজাব ইস্যুতে তসলিমার মত, ‘ঘৃণার প্রতীক’ লেখিকাকে ধুয়ে দিলেন ওয়েইসি
সূত্রের খবর, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজনের নাম সন্তোষ চৌহান এবং পিন্টু যাদব। বাকি এক জনের মৃত্যু হয়েছে এবং আরও চার জন হাসপাতালে চিকিৎসাধীন। শুরুতে তাদের প্ল্যান্টেই সুস্থ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে অবশেষে কোনও লাভ হয়নি। সেই কারণে সকলকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনের মৃত্যু হয়। এদিকে, প্ল্যান্ট কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হতে পারছে না যে কী ভাবে এই গ্যাস লিক করল। ঘটনার মূল কারণ জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার কথাও জানানো হয়েছে তাদের তরফে।
তবে কেন ঠিক শ্রমিকদের ঘটনাস্থলে কাজ করানো হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, ঠিকা শ্রমিকদের সংস্থার তরফে জানান হয়েছে, সংস্থা কে না জানিয়েই এই শ্রমিকদের নিয়ে যাওয়া হয়। আরও জানা গিয়েছে, আজ সকাল এগারোটা নাগাদ গ্যাসের পাইপ লাইনের কাছে কাজ করছিলেন কয়েকজন ঠিকা শ্রমিক। সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারা। কাজের সময় ওই পাইপ লাইন থেকেই কোনও ভাবে গ্যাস বেরিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই গ্যাস শ্রমিকদের শরীরের মধ্যে ঢুকে গিয়েই এই বিপত্তি।