পুলিশি এনকাউন্টারে বাংলায় খতম পঞ্জাবের মোস্ট ওয়ান্টেন্ড গ্যাংস্টার

পুলিশি এনকাউন্টারে বাংলায় খতম পঞ্জাবের মোস্ট ওয়ান্টেন্ড গ্যাংস্টার

কলকাতা:  পুলিশের এনকাউন্টের খতম নিউটাউনের আবাসনে গা ঢাকা দেওয়া দুই দুষ্কৃতী৷ তাদের মধ্যে অন্যতম কুখ্যাত দুষ্কৃতী হল জয়পাল ভুল্লার৷ পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড এই গ্যাংস্টার তিন সাগরেদকে সঙ্গে নিয়ে খুন করেছিল লুধিয়ানার জাগরাঁও জেলার দুই এএসআই-কে৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, আগ্নেয়াস্ত্র চোরাচালানের ডিল ফাইনাল করতেই তারা এ রাজ্যে এসেছিল তারা৷ তবে তাদের আর কী কী উদ্দশ্য ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ৷ 

আরও পড়ুন- যাঁরা বিজেপিতে গিয়েছিলেন তাঁদের আমন্ত্রণ! কাদের বার্তা মুখ্যমন্ত্রীর?

এসটিএফ সূত্রে খবর পেয়ে বুধবার দুপুর ৩টে নাগাদ সাপুরজি-পালনজি আবাসনের বি ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ৷ আবাসনের ওই ফ্ল্যাটের চারপাশ ঘিরে ফেলতেই শুরু হয় গুলির লড়াই৷ পুলিশকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় দুষ্কৃতীরা৷ আহত হন এক পুলিশ অফিসার৷ পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারায় দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার ওরফে জসপ্রিত এবং তার সঙ্গী জসপ্রিৎ সিং ওরফে জসসি৷ এদিন নিউটাউনে ৩০-৩৫ রাউন্ডগুলি চলে বলে এসটিএফ সূত্রে খবর৷  

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই দুই গ্যাংস্টার দুই পুলিশ কর্মী খুনে অভিযুক্ত৷  লুধিয়ানা গ্রামীণ পুলিশের এসএসপি  চন্দ্রজিৎ সিং বলেন, ‘লুধিয়ানার দুই এএসআই  ভগবান সিং এবং দলবিন্দার সিংকে খুনের দায়ে অভিযুক্ত জয়পাল ভুল্লার ও তার দুই সঙ্গী। এই ঘটনার পরেই গা ঢাকা দেয় তারা। দুই পুলিশ কর্মী খুন ছাড়াও জয়পালের বিরুদ্ধে কমপক্ষে ১৫টি খুনের মামলা রয়েছে। এছাড়াও একাধিক লুঠপাট-ডাকাতি, খুনের চেষ্টার মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল এই কুখ্যাত গ্যাংস্টার৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *