বস্তি তুলে G+4 ফ্ল্যাট গড়বে রাজ্য, হবে সবুজায়ন

কলকাতা: শহরের বস্তিবাসীদের জন্য পাকা ঘর গড়তে বড়সড় উদ্যোগ দিল রাজ্য৷ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর মেয়র ফিরহাদ হামিক জানান, শহরের গরিব মানুষের জন্য পাকা ঘর গড়ে দেবে রাজ্য সরকার৷ বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে G+4 অথবা G+3 ফ্ল্যাট গড়বে রাজ্য৷ মূলত, বস্তি ও কলোনির বাসিন্দাদের জন্য এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়৷ ফ্ল্যাট নির্মাণ হওয়ার পর বাকি

বস্তি তুলে G+4 ফ্ল্যাট গড়বে রাজ্য, হবে সবুজায়ন

কলকাতা: শহরের বস্তিবাসীদের জন্য পাকা ঘর গড়তে বড়সড় উদ্যোগ দিল রাজ্য৷ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর মেয়র ফিরহাদ হামিক জানান, শহরের গরিব মানুষের জন্য পাকা ঘর গড়ে দেবে রাজ্য সরকার৷ বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে G+4 অথবা G+3 ফ্ল্যাট গড়বে রাজ্য৷

মূলত, বস্তি ও কলোনির বাসিন্দাদের জন্য এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়৷ ফ্ল্যাট নির্মাণ হওয়ার পর বাকি ফাঁকা জমিতে গড়ে তোলা হবে পার্ক৷ লাগানো হবে গাছ৷ করা হবে সবুজায়ন৷ মেয়র জানান, এই ফলে একদিকে যেমন পাকা বাড়ি পাবেন গরির মানুষ, তেমনই শহরে আরও সবুজ হবে৷ বাঁচবে প্রকৃতি৷

শহর কলকাতা ও হাওড়ার ঠিকা টেনেন্টরা এবার বিল্ডিং রুল মেনে বহুতল নির্মাণ করতে পারবেন। পাশাপাশি অধিকার পেতে চলেছেন ভাড়াটিয়ারাও। আজ মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seven =