কলকাতা: ২০২০-র শেষে একরাশ নতুন আশা নিয়ে এসেছে নতুন বছর। বছরখানেক আগে যে অতিমারীর অভিশাপ নেমে এসেছিল পৃথিবীর বুকে, ধীরে ধীরে কেটে যাচ্ছে তার মেঘ। সেই সঙ্গে নতুন নতুন সম্ভাবনায় ভরে যাচ্ছে ২০২১-এর আগামী দিনগুলি। সেই আবহেই এবার নতুনের ছোঁয়া কলকাতার নিউটাউনেও।
কলকাতায় নিউটাউনকে অত্যাধুনিক সাজসজ্জার জন্য ‘স্মার্ট সিটি’ বলা হয়ে থাকে। প্রায়ই কোনো না কোনো নতুন শোভায় পথচলতি মানুষের চোখ ঝলসে দেয় শহরের এই এলিট অঞ্চল। নতুন বছরে নতুন চিন্তার ছোঁয়ায় তেমন ভাবেই আরো একবার তাক লাগিয়েছে নিউটাউন। তৈরি হয়েছে নতুন ‘ফান জোন’ (Fun Zone)।
ঠিক কী নতুনত্ব রয়েছে এই ফান জোনে? নাম শুনেই আন্দাজ করা যায় গল্পগুজব বা আড্ডার সঙ্গে ফান জোনের নিবিড় সম্পর্ক। সোজা কথায় এলিট পাড়ায় নতুন এক আড্ডাখানার নাম ফান জোন। তবে শুধুই গল্পে তো আর পেট ভরে না! তাই অবধারিত ভাবে সেই সঙ্গে রয়েছে খাবার। নানান স্বাদের নানান রকম খাবার আপনার জন্য অপেক্ষা করে আছে নিউটাউনের ফান জোনে। জানা গেছে এখানে খাবারের দায়িত্ব পেয়েছে ‘ক্যাফে একান্তে’।
সূত্রের খবর, নিউটাউনের এই অভিনব ফান জোনের ভাবনাটি নিয়ে এসেছে হিডকো কোম্পানি। প্রথম রোটারি লেন এবং নিউটাউন বাসস্ট্যান্ডের সংলগ্ন এলাকায় গেলেই ফান জোনের দেখা মিলবে। খুব ব্যস্ততার মাঝেই পাশ দিয়ে যেতে গিয়ে অন্তত একবার আপনার চোখ যে ফান জোনে আটকে যাবেই, সে বিষয়ে সন্দেহ নেই।
অত্যাধুনিক প্রক্রিয়ায় কৃত্রিম ঘাস দিয়ে মুড়ে ফেলা হয়েছে এই ফান জোন। চারপাশে রয়েছে গাছপালার আতিশয্যও। নির্মাণের পর সম্প্রতি এই ফান জোন সাধারণ দর্শকদের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ। অভিনব ফান জোনে দর্শকদের বসার জন্য নেই একটিও প্লাস্টিকের চেয়ার। বদলে রাখা হয়েছে বেতের তৈরি চেয়ার টেবিল। গোটা পরিবেশটিকে আর্টিস্টিক রূপ দিয়েছে এই ভাবনা। কাঠের বিমের উপর বিভিন্ন রং দিয়ে সাজানো হয়েছে, সেই রঙিন কাঠ পাশাপাশি বসিয়েই তৈরি হয়েছে বেড়া। হিডকোর তরফ থেকে এর নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট ফেন্সিং’।
জানা গেছে, শহুরে আড্ডার এই নতুন গন্তব্যে বসানো হয়েছে ‘এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম’। তার মাধ্যমে দিনের প্রতিটি সময়ে ওই এলাকায় বাতাসের গুণগত মান কেমন রয়েছে, তার খুঁটিনাটি জানা যাবে। মূলত দূষণ এড়াতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সুরক্ষা বিধির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। সব মিলিয়ে উইকেন্ড উপভোগের ভরপুর মশলা নিয়েই নতুন বছরে হাজির নিউটাউনের ফান জোন।