কলকাতা: কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনের ভর্তিতে সীলমোহর পরল শিক্ষামন্ত্রী-উপাচার্যদের বৈঠকে। অনলাইন ভর্তি প্রসঙ্গে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রীও। বৃহস্পতিবারই রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী জানান, কলেজে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়ায় সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এরপর থেকে রাজ্যের সমস্ত কলেজেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালানো হবে।
এর সঙ্গেই আরও জানা যাচ্ছে চলতি বছরেই কেন্দ্রীয়ভাবে স্নাতক স্তরে ভর্তির জন্য রাজ্যের সমস্ত কলেজগুলোতে চালু হচ্ছে এই অনলাইন প্রক্রিয়া। এজন্য সরকারের তরফ থেকে একটি পোর্টাল তৈরি করা হবে বলে জানানো হয়েছে। ওই পোর্টালের মারফতই ছাত্রছাত্রীরা তাদের পছন্দ কলেজগুলোতে ভর্তির আবেদন করতে পারবেন। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবারই রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপচার্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই শিক্ষামন্ত্রী জানান কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রসঙ্গে মুখ্যমন্ত্রর সম্মতি দিয়েছেন। এ বছর থেকেই কলেজে ভর্তির ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু করতে চায় সরকার। জানা যাচ্ছে, শিক্ষামন্ত্রীর এই প্রস্তাবে সহমত পোষণ করেছেন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাই। অনলাইন পোর্টাল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও মত, ‘ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতার স্বার্থেই অনলাইন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।’
উল্লেখ্য ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই অনলাইন পদ্ধতি চালু হয়েছে। কিন্তু এবার রাজ্য সরকার চাইছে প্রতিটি কলেজেই এই প্রক্রিয়া চালু হোক। এক্ষেত্রে একদিকে যেমন শিক্ষার্থীরা বাড়িতে বসেই তাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন, অফলাইনে ফর্ম জমা দিতে তাদের আর কলেজে আসতে হবে না। তেমনি অন্যদিকে স্বজনপোষণের সুযোগ নিয়ে কেউ বেআইনিভাবে কোনও কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে না।