কাজের দিনগুলিতে বাড়ি যেতে পারবেন না চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা, নয়া সুরক্ষা বিজ্ঞপ্তি রাজ্যের

কাজের দিনগুলিতে বাড়ি যেতে পারবেন না চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা, নয়া সুরক্ষা বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ জীবনের ঝুঁকি ভুলে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীরা৷ এবার সেই সমস্ত করোনা যুদ্ধাদের সুরক্ষার কথা মাথায় রেখে, বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ করোনা যুদ্ধাদের সাত দিন কাজ, সাত দিনের ছুটির ঘোষণার পর এবার কাজের দিনগুলিতে থাকা, খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করার বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দপ্তর৷

আজ রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, এখন থেকে কাজের দিনগুলিতে আর বাড়ি ফিরতে  পারবেন না চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীরা৷ ডিউটির দিনগুলিতে থাকতে হবে দপ্তরের হেডকোয়ার্টারে৷ থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে৷ কাজের দিনগুলিতে বাড়ি যেতে পারবেন না তাঁরা৷ তবে, জরুরি কারণে সেই বিধি শিথিল হতে পারে, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের অনুমতির পরিপ্রেক্ষিতে৷

ইতিমধ্যেইস্বাস্থ্য কর্মীদের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা দিয়েছে রাজ্য৷ আজ স্বাস্থ্য দপ্তরের তরফ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, করোনা মোকাবিলায় যারা সামনে দাঁড়িয়ে কাজ করছেন, তাদের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ করোনার বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন, সেই সমস্ত স্বাস্থ্যকর্মীরা কাজের দিনগুলিতে আর বাড়িতে যেতে পারবেন না৷ থাকতে হবে দপ্তরে৷ সরকারি তত্ত্বাবধানে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে৷ ইতিমধ্যেই বেশকিছু চিকিৎসকদের বিভিন্ন হোটেলে রাখা হয়েছে৷ নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্যও রয়েছে গুচ্ছ সুবিধা৷ বিশেষ পরিবহণহের ব্যবস্থা করেছে৷

রাজ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনভর সেবার পর তাঁদের মানসিক ও শারীরিক চাপের কথা মাথায় রেখে সরকারি তত্ত্বাবধানে তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের সংস্পর্শে এসে অন্য কেউ যাতে প্রভাবিত না হন, তাও নিশ্চিত করা করা হচ্ছে৷ কেননা, করোনা মোকাবিলা করতে গিয়ে একাধিক চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছেন৷ গোটা বিশ্বজুড়েই চলছে এমন ঘটনা৷ মূলত, সেই থেকে শিক্ষা নিয়ে এমন ব্যবস্থা বলে মনে করছেন অনেকেই৷

রাজ্য স্বাস্থ্য দপ্তর মনে করছে, ডিউটির পর তাঁরা যদি বাড়িতে গেলে তাঁরা তাঁদের পরিবারের সংস্পর্শে আসেন৷ সে ক্ষেত্রে একটা পরিস্থিতি বেগতিক হয়ে উঠতে পারে৷ সে ক্ষেত্রে সরকার জানিয়েছে, সমস্ত চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মী যাঁরা করোনার বিরুদ্ধে কাজ করছেন, তাঁরা তাঁদের কাজের দিনগুলিতে বাড়ি যেতে পারবেন না৷ কর্মক্ষেত্রে থেকেই ডিউটি করতে হবে৷ যদিও মুখ্যমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, কাজের চাপ কমাতে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা সাত দিন কাজ করবেন ও সাত দিন ছুটি পাবেন৷ এবার সেই ব্যবস্থা আরও জোরদার করতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + six =