সন্দেশখালি থেকে চোপড়া, বাংলার ‘নারী নির্যাতন’ নিয়ে সংসদে সরব প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি:  বাংলার পরিস্থিতি নিয়ে সংসদে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সন্দেশখালি থেকে চোপড়ায় গণপিটুনির ঘটনার প্রসঙ্গ টেনে রাজ্যের শাসকদলকে একহাত নিলেন তিনি। কাটাক্ষ করতে ছাড়লেন না…

নয়াদিল্লি:  বাংলার পরিস্থিতি নিয়ে সংসদে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সন্দেশখালি থেকে চোপড়ায় গণপিটুনির ঘটনার প্রসঙ্গ টেনে রাজ্যের শাসকদলকে একহাত নিলেন তিনি। কাটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীদেরও৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘সংবেদনশীল বিষয় নিয়ে যখন রাজনীতি হয়, তখন, দেশবাসী বিশেষ করে মহিলারা খুবই কষ্ট পান৷ নারী নির্যাতন নিয়ে বিরোধীদের ‘সিলেক্টিভ’ মানসিকতা খুবই উদ্বেগজনক। বাংলার একটি ভিডিয়ো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি৷ যেখানে দেখা যায় এক মহিলাকে মারধর করা হচ্ছে। সন্দেশখালিতে যা হয়েছে, তা দেখে গায়ে কাটা দেয়৷ কিন্তু এসব নিয়ে সিনিয়র নেতাদের (বিরোধী দলের) মুখে বন্ধ৷’’

 

বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, “দেশের রায়কে ব্ল্যাক আউট করার চেষ্টা চলছে।” বিরোধীদের নিশানা করে তিনি আরও বলেন, “আজ যারা সংবিধান হাতে নিয়ে বিরোধিতা করছে, তারাই সংবিধান দিবস পালন করতে দেয়নি। লড়াই করতে না পেরে ময়দান ছেড়ে চলে যাওয়াই বিরোধীদের অস্ত্র হয়ে উঠেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *