অপরাধ থেকে সম্পদ, পঞ্চম দফার প্রার্থীরা কে কোথায় দাঁড়িয়ে?

রাত পোহালেই সপ্তদশ লোকসভার পঞ্চম দফার ভোট। এই রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে আগামী কাল। এই ছটি কেন্দ্র হল বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ। বনগাঁয় নির্বাচনী প্রতিদ্বন্দিতা করছেন মোট ১০জন প্রার্থী, বারাকপুরে রয়েছেন ১৫জন প্রার্থী। হাওড়ায় লোকসভা নির্বাচনে অংশ নিয়েছেন ১৯জন প্রার্থী, উলুবেড়িয়াতে ১০জন, শ্রীরামপুরে ১১জন, হুগলি ও আরামবাগে ৯জন করে প্রার্থী

796ad0242882451c073e06df001af140

অপরাধ থেকে সম্পদ, পঞ্চম দফার প্রার্থীরা কে কোথায় দাঁড়িয়ে?

রাত পোহালেই সপ্তদশ লোকসভার পঞ্চম দফার ভোট। এই রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে আগামী কাল। এই ছটি কেন্দ্র হল বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ। বনগাঁয় নির্বাচনী প্রতিদ্বন্দিতা করছেন মোট ১০জন প্রার্থী, বারাকপুরে রয়েছেন ১৫জন প্রার্থী। হাওড়ায় লোকসভা নির্বাচনে অংশ নিয়েছেন ১৯জন প্রার্থী, উলুবেড়িয়াতে ১০জন, শ্রীরামপুরে ১১জন, হুগলি ও আরামবাগে ৯জন করে প্রার্থী এার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।  পঞ্চমদফায়  বিজেপি, তৃণমূল, জাতীয় কংগ্রেস, সিপিআইএম প্রত্যেক রাজনৈতিক দলের তরফে সাতজন করে প্রার্থী প্রতিদ্বন্দিতায় অংশ নিচ্ছেন। এছাড়া নির্দল হয়ে ভোটে লড়ছেন ৩১জন, বিএসপি-র পাঁচজন, সিপিআইএমএল-এর একজন, শিবসেনার তরফে একজন প্রার্থী ও ভারতীয় ন্যায় অধিকার রক্ষা প্রাটির একজন এবং অন্যান্য দলগুলির ৯জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।

যে ৮৩জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করা হয়েছে তাঁদের মদ্যে ২৩জন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারী মামলা রয়েছে।এরমধ্যে ১৮জন আবার খুন, খুনের প্রচেষ্টা, অপহরণ, ধর্ষণ-সহ নানাবিধ জামিন অযোগ্য ধারার কেসে ফেঁসে আছেন। অপরাধ প্রমাণিত হলেই ন্যূনতম শাস্তি পাঁচ বছরের কারাবাস। এই ২৩জনের মধ্যে একা বিজেপিরই রয়েছে ৬জন প্রার্থী, কংগ্রেসর দুজন, তৃণমূলের তিনজন, সিপিআইএমের তিনজন। বলাবাহুল্য, বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে নির্বাচনী পর্যবেক্ষকদের তরফে নানারকম বিধিনিষেধ থাকলেও এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রার্থী করতে দুবার ভাবে না রাজনৈতিকদলগুলি।

এই ভোটের বাজারে কোটিপতি প্রার্থীদের সংখ্যাও একেবারে কম নয়। তৃণমূলের সাতজনই কোটিপতি প্রার্থী। কংগ্রেসের দুই প্রার্থী কোটিপতি, সিপিআইএমেও একই পথে হেঁটেছে। বিজেপির এক প্রার্থী কোটিপতি, এসইউসিআই-এর এক প্রার্থী কোটিপতি, নির্দলের ৩১জনের মধ্যে দুজন কোটিপতি, সবমিলিয়ে পঞ্চমদফার ভোটে মোট ১৫জন কোটিপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্বের সবচেয়ে কম সম্পদ ওয়ালা প্রার্থী হলেন বারাকপুরের বিএসপি প্রার্থী তাপস সরকার। তাঁর ঘোষিত সম্পদ হাজার দশেক টাকার একটু বেশি।শ্রীরামপুরেরে এসইউসিআই প্রার্থী প্রদ্যতু চৌধুরি পরেই আছেন, তাঁর সম্পদ ১২ হাজার টাকার একটু বেশি। তৃতীয় স্থানে রয়েছেন হুগলির নির্দল প্রার্থী নুর হোসেন মণ্ডল, এঁর সম্পত্তির পরিমাণ ১২হাজারের সামান্য বেশি।

৮৩ জন প্রার্থীর মধ্যে ১২জন মহিলা প্রার্থী রয়েছেন যার অর্থ হল মাত্র ১৪ শতাংশ মহিলা পঞ্চম দফার ভোটে লড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *