রায়গঞ্জ: নিছকই মামুলি ঘটনা৷ তাকে কেন্দ্র করেই রীতিমতো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলল দুই বন্ধু৷ বচসা চলাকালীন আচমকায় এক বন্ধু আরেক বন্ধুর পেটে ঢুকিয়ে দিল ছুরি৷ বুধবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের গুঞ্জরিয়াগজের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
প্রতিদিনের মতই বিকেলে মাঠে ফুটবল খেলছিলেন গ্রামের কিশোররা। খেলতে খেলতে হঠাৎই বচসা দুই বন্ধুর মধ্যে। রাগের মাথায় এক বন্ধু আরেক বন্ধুর পেটে চালিয়ে দেয় ছুরি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে গুঞ্জরিয়াগজ জুনিয়ার বালিকা বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিল গ্রামের স্থানীয় কিশোরেরা। খেলার মধ্যেই হঠাৎ কোন কারণবশত বিজয় ওরাও এবং সন্দীপ সিংহ নামে দুই কিশোরের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন হঠাৎই সন্দীপ সিংহ বাড়ি থেকে ছুরি নিয়ে এসে তার বন্ধুর পেটে চালিয়ে দেয়।
ঘটনার পরই স্থানীয়রা জখম কিশোরকে চোপড়া দোলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করার পরামর্শ দেন ইসলামপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজয়ের বাবা বাবলু ওরাও বলেন, ‘আমি কাজে গিয়েছিলাম, হঠাৎ করে আমার কাছে খবর আসে আমার ছেলে আহত হয়েছে। আমি খবর পাওয়া মাত্রই চোপড়া হাসপাতাল পৌঁছাই। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাই। সেখানেও তার অবস্থা খারাপ হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ায়, তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। দুই বন্ধুর গোলমাল এমন জীবন টানাটানির পর্যায়ে পৌঁছে যাবে, সেটা কল্পনাও করেননি কেউ৷ ফলে একই সঙ্গে এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে৷