কলকাতা: লোকসভা ভোটের আগে সোমবার পশ্চিমবঙ্গের সবকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ বৈঠক করেন পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গেও৷ মুখ্যসচিব বিপি গোপালিকা ও ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পর কমিশনের কড়া নির্দেশ, রাজ্যে নির্বিঘ্নে ভোটের বন্দোবস্ত করতে হবে৷
সেই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, নির্বিঘ্নে লোকসভা ভোট করাতে কেন্দ্রীয় এজেন্সির শরণাপন্ন হবেন তাঁরা৷ অর্থাৎ, নজরদারির দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করা হবে বলেও জানান মুখ্য নির্বাচন কমিশনার৷ কমিশন সূত্রে খবর, ভোটে কালো টাকা এবং অবৈধ টাকার লেনদেন রুখতে নজরদারি চালাবে ইডি কিংবা আয়কর দফতরের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজীব জানান, গতকাল বৈঠকের পর একটি দল বাদে সব দলই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেছে৷ পরিদর্শকদেরও সক্রিয় থাকার আবেদন জানানো হয়েছে।
তিনি জানান, প্রতিটি রাজনৈতিক দলই বাধ শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর। আমলাতন্ত্র রক্ষার ক্ষেত্রে এখানে পক্ষপাতিত্ব করা হয় বলে অভিযোগ জানানো হয়েছে। এই সূত্রেই রাজীব জানান, ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী হিংসা রোখার চেষ্টা করবে কমিশন৷ তিনি আরও বলেন, সব দল যাতে ভোটে অবাধে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করাজ দায়িত্ব রাজ্যের আমলাদের। ভোটারদের উদ্দেশে তাঁর বক্তব্য, বুথে সিসিটিভি ক্যামেরা ছাড়াও বিশেষ অ্যাপ চালু করছে কমিশন। সেখানে দ্রুত অভিযোগ জানাতে পারবেন ভোটারা৷