কলকাতা: ট্রাফিক পুলিশের নির্দেশের প্রতিবাদে এবার বন্ধ হল ফুলবাগান থেকে গিরিশ পার্ক রুটের অটো চলাচল৷ কাঁকুড়গাছি মোড়ে বিক্ষোভ চালকদের৷ জানা গিয়েছে, ৪৩০টি অটো বন্ধ রাখে প্রতিবাদ জানাচ্ছেন অটোচালকদের একাংশ৷ তাঁদের অভিযোগ, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আজ সন্ধ্যা থেকে অটো চলাচল পুরোপুরি বন্ধ রাখাতে হবে৷ মূলত এই নির্দেশের প্রতিবাদে এবার আজ দুপুর থেকেই অটো চলাচল বন্ধ করে প্রতিবাদ অটোচালকদের৷
অটো চালকদের অভিযোগ, তাঁদের অন্ন সংস্থান বন্ধ করে পুলিশ তড়িঘড়ি অটরুট বন্ধ করার নির্দেশিকা জারি করেছে৷ আর তার জেরেই পুজোর মুখে অর্থসংস্থানে কোপ পড়তে চলেছে অটোচালকদের৷ এরই প্রতিবাদে আজ দুপুর থেকে অটো চলাচল বন্ধ রাখেন চালকরা৷ অটো চলাচল বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা৷ অটো বন্ধ থাকায় বাসের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে৷ একইসঙ্গে বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাও সুযোগ বুঝে দাম চালাতে শুরু করেছে বলে যাত্রীদের অভিযোগ৷