চার দিনের কন্যা সন্তানকে ৮ হাজারে বিক্রি হাওড়ায়

হাওড়া: বিহার কিংবা উত্তরপ্রদেশের ঘটনা নয়৷ খাস হাওড়ায় মাত্র ৮ হাজার টাকার বিনিময়ে শিশু কন্যাকে বিক্রি করল বাবা৷ অভাবের তাড়নায় নিজের সদ্যোজাত শিশু কন্যাকে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত বাবা৷ সূত্রের খবর, চলতি সপ্তাহে জগতবল্লভপুর এলাকার গোবিন্দপুরের বাসিন্দা রাজু হাইতের স্ত্রী তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন৷ দুশ্চিন্তায় পড়েন রাজু৷ অভিযোগ, গত বৃহস্পতিবার আট হাজার টাকার

চার দিনের কন্যা সন্তানকে ৮ হাজারে বিক্রি হাওড়ায়

হাওড়া: বিহার কিংবা উত্তরপ্রদেশের ঘটনা নয়৷ খাস হাওড়ায় মাত্র ৮ হাজার টাকার বিনিময়ে শিশু কন্যাকে বিক্রি করল বাবা৷ অভাবের তাড়নায় নিজের সদ্যোজাত শিশু কন্যাকে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত বাবা৷

সূত্রের খবর, চলতি সপ্তাহে জগতবল্লভপুর এলাকার গোবিন্দপুরের বাসিন্দা রাজু হাইতের স্ত্রী তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন৷ দুশ্চিন্তায় পড়েন রাজু৷ অভিযোগ, গত বৃহস্পতিবার আট হাজার টাকার বিনিময়ে বনহরিশপুরের বাসিন্দা শেখ হীরার কাছে সদ্যেজাতকে বিক্রি করেন রাজু৷ প্রথমে ১০ হাজার টাকা দাম চাওয়া হলেও দরাদরি করে ৮ হাজার টাকায় হয় রফা৷ শুক্রবার, গোপন সূত্রের খবর পেয়ে রাতে জগতবল্লভপুর থানার পুলিশ বনহরিশপুর থেকে সদ্যোজাত শিশু কন্যাটিকে উদ্ধার করে৷ গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রাজুকে৷ একই সঙ্গে শেখ হীরাকেও গ্রেপ্তার করে পুলিশ৷ আজ ধৃতদের আদালতে তোলা হবে৷ শিশুটিকে লিলুয়ার হোমে পাঠানো হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nineteen =