জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চারজনের

জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চারজনের

মালদহ: বোলারো গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হল। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের গাজলে ৩৪ নম্বর জাতীয় সড়েক মশাল দিঘী ও আহরা এলাকার মাঝামাঝি৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বোলারো গাড়িটি রায়গঞ্জের দিক থেকে মালদহ যাচ্ছিল অন্যদিকে একটি মাল বোঝায় ডাম্পার মালদহ থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল৷ মশাল দিঘী ও আহোড়ার মাঝামাঝি  এলাকায় ৩৪নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি দুটির মধ্যে। দুর্ঘটনায় মৃত্যু হয় বোলারো গাড়িতে থাকা চারজনের৷ ঘটনাস্থলে মারা যান তিনজন৷ স্থানীয় লোকজন ও  পুলিশ উদ্ধার করে একজনকে গাজল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ৷ তাঁরা উদ্ধার কাজে হাত লাগান। মৃত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে রাজ্য সরকারি স্টিকার লাগানো ছিল৷ অনেকের ধারণা কোনও সরকারি আধিকারিক হবেন, সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। অন্যদিকে ফের জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে পুলিশি টহলদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন বাসিন্দারা৷ তাঁদের কথায়, সব সময় জাতীয় সড়কে পুলিশি নজরদারি থাকে না৷ তারই জেরে বাড়ছে বেপরোয়া চালকদের দৌরাত্ম্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eight =