একই পরিবারের চারজনের রহস্যমৃত্যু! নিয়োগ দুর্নীতির ইস্যু সন্দেহে সিবিআই তদন্তের আবেদন

একই পরিবারের চারজনের রহস্যমৃত্যু! নিয়োগ দুর্নীতির ইস্যু সন্দেহে সিবিআই তদন্তের আবেদন

দুর্গাপুর: রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে হইচই চলছেই। দিনদিন নতুন নতুন তথ্য উঠে আসছে এবং হচ্ছে গ্রেফতারিও। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই বহু ‘অযোগ্য’দের চাকরি বাতিল করেছে এবং অনেককে এতদিনের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে। এই আবহে মর্মান্তিক এক খবর সামনে এল। দুর্গাপুরে একই পরিবারের চার জনের রহস্য মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্ট আবেদন করা হয়েছে। 

আরও পড়ুন- জেলে বন্দি মন্ত্রীকে তেল মালিশ! কী ভাবে ফাঁস ছবি, ED-র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস

দুর্গাপুরের মিলনপল্লির এক বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্বামী, স্ত্রী সহ দুই সন্তানের দেহ। ব্যক্তিকে দেহ সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখা যায়, ওদিকে স্ত্রীর দেহ মাটিতে পড়ে ছিল, আর দুই সন্তানের দেহ বিছানায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হলেও অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই। জানা গিয়েছে, মৃত্যুর আগে পরিবারের কয়েকজনকে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে মৃত্যুর কারণ সম্পর্কে একটি বার্তা দিয়েছেন ওই ব্যক্তি। ওই মেসেজই আবার ফেসবুকেও পোস্ট করা হয়েছে। এই প্রেক্ষিতে সন্দেহ করা হচ্ছে যে, সম্পত্তির জেরে খুন হয়ে থাকতে পারেন তারা।