কলকাতা: অত্যাধিক গরম কাটিয়ে উঠে বঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের মতো ঘটনাও দিনদিন বাড়ছে এবং তার সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনা। সোমবার বাঁকুড়ায় এইভাবেই মৃত্যু হল ৪ জনের। বৃষ্টির সঙ্গে লাগাতার বজ্রাঘাতের কারণে মৃত্যুর পাশাপাশি একাধিকজন আহতও হয়েছেন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় বিধায়ককে নির্দেশ দিয়েছেন দুর্গতদের পরিবারের সঙ্গে দেখা করতে।
জানা গিয়েছে, বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নিত্যানন্দপুর গ্রাম থেকে কিছুটা দূরে থাকা এক জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন পাঁচ মহিলা। সেই সময়ে আচমকাই ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় এবং তার সঙ্গে শুরু হয় বজ্রপাত। বৃষ্টি থেকে বাঁচতে তারা একটি পাঁচিলের পাশে আশ্রয় নিয়েছিলেন যেখানে একটি বড় গাছও ছিল। ব্যস, তাতেই ঘটে বিপত্তি। গাছের ওপর বাজ পড়ে দুই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে ভর্তি। অন্যদিকে, বিষ্ণুপুর থানার অন্তর্গত এলাকায় মৃত্যু হয়েছে আরও ২ জনের।
ইতিমধ্যে আবার হাওয়া অফিস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা জারি করেছে। জানান হয়েছে, এই তিন জেলায় আগামী ৪৮ ঘণ্টা অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে, যা ২০০ মিলিমিটারের বেশি হবে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। সেখানে বুধবার পর্যন্ত বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। অপরদিকে দার্জিলিং, কালিম্পঙে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তাই এই দুই জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।