রহস্যজনক ভাবে অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি! খোঁজ শুরু করল ED

রহস্যজনক ভাবে অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি! খোঁজ শুরু করল ED

77a5be96d8b12367493371486cf1ed8b

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে উদ্ধার কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনার গয়না৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্রিতা মুখোপাধ্যায়ের গ্যারেজেও রয়েছে বিলাসবহুল গাড়ি! কিন্তু, অদ্ভূতভাবে টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের গ্যারাজে থাকা পাঁচটি বিলাসবহুল গাড়ির মধ্যে চারটি গাড়ি উধাও। ইডি সূত্রে খবর, আচমকা নিখোঁজ হয়ে যাওয়া গাড়িগুলির মধ্যে রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ, অডি, একটি হন্ডা সিটি এবং একটি হন্ডা সিআরভিও। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই গাড়িগুলির খোঁজ শুরু করেছেন ইডির আধিকারিকরা। 

আরও পড়ুন- আমার নামে সম্পত্তি হলেও ‘আই অ্যাম পেড স্টাফ, অ্যান্ড অলসো আ কেয়ারটেকার’, অর্পিতা

টালিগঞ্জের অভিজাত আবাসন ডায়মন্ড সিটিতে ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতার এই ফ্ল্যাটেই প্রথম তল্লাশি চালিয়ে ২১ কোটি ৯০ লক্ষ টাকা, প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়না উদ্ধার করেন ইডির আধিকারিকরা। ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শিক্ষা দফতরের কয়েকটি খামও। এর পরেই গত শনিবার গ্রেফতার করা হয় অর্পিতাকে। তার পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখান থেকেও উদ্ধার হয় কোটি কোটি টাকা, জমি, বাড়ি, এবং অন্যান্য সম্পত্তির নথি। কিন্তু, টালিগঞ্জের সেই ফ্ল্যাটের গ্যারাজ থেকেই ‘রহস্যজনক ভাবে’ উধাও হয়ে গেল অর্পিতার চারটি গাড়ি। তদন্তকারীরা জানিয়েছেন, ওই ফ্ল্যাটের গ্যারাজে মাত্র একটি গাড়ি পড়ে রয়েছে। বাকি চারটি গাড়ি কারা নিয়ে গেল, ওই গাড়িতে করে গুরুত্বপূর্ণ কিছু পাচার করা হল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

তাৎপর্যপূর্ণভাবে গতকালই পার্থ চট্টোপাধ্যায়ের বারুইপুরের বাগানবাড়ি ‘সোহিনী’-তে চুরির ঘটনা ঘটেছে৷ এর পরেই প্রশ্ন ওঠে তবে কি ওই বাগানবাড়িতে লুকানো টাকা পয়সা পাচারা করতে এসেছিল দুষ্কৃতীরা, নাকি তথ্য লোপাটের চেষ্টা? স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, তাঁরা রাতের অন্ধকারে গোটা চারেক ব্যক্তিকে ওই বাড়িতে ঢুকতে দেখেছেন। তাঁদের সঙ্গে গাড়িও ছিল। এর পর থেকেই রহস্য দানা বাঁধতে শুরু করে। সেই রহস্য উদঘাটনের আগেই অর্পিতার ফ্ল্যাট থেকেও উধাও চার চারটি গাড়ি।