কলকাতা: গত ৫ আগস্ট এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিল এসইউসিআই। দীর্ঘ ৩৫ বছর পরে কলকাতায় একক ভাবে ব্রিগেড সমাবেশ করেছিল তারা। তার জন সমাগম তাবড় রাজনৈতিক দলগুলিকেও অবাক করেছে। এবার অন্যতম বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক নতুন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনকে তারাও পাখির চোখ করেছে। তাই তার আগে জনসংযোগ গঠনে তারাও পথে নামার সিদ্ধান্ত নিয়েছে।
এই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে, তারা এসইউসিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছে কিনা। তবে বিষয়টি নস্যাৎ করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। তারা জানিয়েছে, ‘ঘরে ঘরে নেতাজি’ স্লোগান নিয়ে ১ সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরু করা হবে। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবনাকে সামনে রেখেই এই কর্মসূচি। তবে এই কর্মসূচির সঙ্গে এসইউসি-র সমাবেশের কোনও সম্পর্ক নেই। বরং তাদের কর্মসূচি কেন্দ্রীয় কমিটিতেই ঠিক হয়ে গিয়েছে, এখন তার বাস্তবায়ন হবে। কিন্তু এটা বিষয় স্পষ্ট, আসন্ন লোকসভা নির্বাচনকে আগের থেকেও অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা ভেবে নিয়েছে লাল বাহিনী।
কিন্তু এই কর্মসূচির মূল উদ্দেশ্যে কী? জানানো হয়েছে, ২৬ জানুয়ারি পর্যন্ত চলা এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে ৫ লক্ষ পরিবারের কাছে যাওয়া হবে। পরিবার পিছু ১০ টাকা করে চাঁদা চাওয়া হবে। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, একটা পরিবারে নানা মতের মানুষ থাকেন। তাই সামগ্রিকভাবে পরিবার কোন দলের তা দেখা হবে না।