কড়া নিরাপত্তায় শুরু চতুর্থ দফার নির্বাচন, ভাগ্য পরীক্ষা একাধিক তারকার

কড়া নিরাপত্তায় শুরু চতুর্থ দফার নির্বাচন, ভাগ্য পরীক্ষা একাধিক তারকার

af9c638b0fe97aac9cd01e8c28078a71

কলকাতা: শুরু হয়েছে রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব। চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি, এই পাঁচ জেলার মোট ৪৪টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে৷ এই পর্বে মোট ভোটার রয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৯৫০ জন৷ এর আগের তিনটি দফায় সকাল থেকেই বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি ধরা পড়েছিল। তাই জন্য চতুর্থ দফায় আরো কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ মোট ৭৯৩ কোম্পানি বাহিনী রয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশের এক্তিয়ারে থাকা অঞ্চলে থাকছে ৯৮ কোম্পানি বাহিনী, আলিপুরদুয়ারে ৯৬, কোচবিহারে ১৮৩, হাওড়া পুলিশ কমিশনারেটে ৯৯ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশে ৩৮ কোম্পানি, হাওড়া গ্রামীণে ৩৫ কোম্পানি, বারুইপুর পুলিশে ৪৪ কোম্পানি,  এবং চন্দননগরে ৭৯ কোম্পানি। 

ভোট দানের জন্য ১৫ হাজার ৯৪০টি বুথ খোলা হয়েছে৷ যার মধ্যে ১২ হাজার ৩৬১টি মেইন ও তিন হাজার ৫৭৯ টি অক্সিলিয়ারি বুথ থাকছে৷ মোট ভোট দাতাদের মধ্যে ৫৮ লক্ষ ৯৫ হাজার ৮৭১ জন পুরুষ ও ৫৬ লক্ষ ৯৮ হাজার ৭৮৯ জন মহিলা ভোটার৷ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৯০ জন৷ ৮০ বছরের ঊর্ধ্বে মোট ভোটারের সংখ্যা দুই লাখ তিন হাজার ২২৭। মোট প্রার্থী রয়েছেন ৩৭৩ জন৷ যার মধ্যে ৫০ জন মহিলা প্রার্থী রয়েছেন৷ চতুর্থ পর্বে সাধারণ পর্যবেক্ষক থাকছেন ৩৫ জন৷ এছাড়া ব্যয় পর্যবেক্ষক ১০ ও পুলিশ পর্যবেক্ষক থাকছেন ৯ জন৷ এই পর্বে মোট কুড়ি হাজার ২৫২টি কন্ট্রোল ইউনিট, ২০ হাজার ৬৩১টি ব্যালট ইউনিট এবং ২০ হাজার ৯৫৪ টি ভিভিপ্যাট ব্যবহার করা হবে বলে সঞ্জয় বাবু জানিয়েছেন৷

আজ নির্বাচনে বেশ কয়েকজন তারকা প্রার্থী মুখোমুখি লড়াই করছেন। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য টালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস এবং বিজেপি প্রার্থীর বাবুল সুপ্রিয়র লড়াই। এর পাশাপাশি রয়েছে বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় এবং বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের লড়াই। ঠিক তার পাশের কেন্দ্র অর্থাৎ বেহালা পূর্বে রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকারের লড়াই। অন্যদিকে চন্ডীতলা মুখোমুখি লড়াই হবে সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম এবং বিজেপি তারকা প্রার্থীর যশ দাশগুপ্তের। আবার সোনারপুর দক্ষিণ কেন্দ্রের সম্মুখ সমরে রুপোলি পর্দার ২ পরিচিত মুখ তৃণমূল কংগ্রেসের লাভলী মৈত্র এবং বিজেপির অঞ্জনা বসু। এছাড়াও আগামীকালের নির্বাচনে যাদের দিকে বেশি নজর থাকবে তারা হলেন, বাড়ির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া, উত্তর পাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাঞ্চন মল্লিক। সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না, এদিকে চাঁপদানি কংগ্রেস প্রার্থী আবদুল মান্নান। অন্যদিকে চুঁচুড়ায় বিজেপি প্রার্থী তথা বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, শিবপুরে রয়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এদিকে চন্দননগরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দ্রনীল সেন যিনি বর্তমানে মন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *