বাঁকুড়া: প্রায় দশ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সহকর্মী তথা বিজেপির বিষ্ণপুরের দাপুটে নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ পুরসভার টেন্ডার সংক্রান্ত তছরূপের অভিযোগে শনিবার গভীর রাতে বিষ্ণুপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই হেভিওয়েট এই নেতাকে গ্রেফতার করা হয়েছে৷ আজ রবিবার ধৃতকে স্পেশ্যাল কোর্টে তোলা হবে৷ প্রতারণা চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছেন তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে পুলিশ৷
প্রায় তিন দশকেরও বেশি সময় বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধানের দায়িত্বে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ দীর্ঘদিন কংগ্রেসি ঘরোনার রাজনীতির সঙ্গে যুক্ত শ্যামাপ্রসাদ তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলে ছিলেন৷ বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর পাশাপাশি ২০১১ সালে রাজ্যের বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই সঙ্গে দীর্ঘদিন জেলা তৃণমূলের সভাপতি পদেও ছিলেন তিনি৷ বরাবরই তাঁর বিরুদ্ধে গোষ্ঠী রাজনীতি করার অভিযোগ এনেছিলেন নিচুতলার কর্মীরা৷ যদিও একসময়, মুখ্যমন্ত্রীর প্রিয় তালিকায় থাকার দৌলতে শ্যামাপ্রসাদের বিরুদ্ধে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া যায়নি বলে দলীয় সূত্রের খবর৷
একুশের বঙ্গ ভোটের ঠিক আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে একই দিনে মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। যদিও পরে এই দলের সঙ্গেও তাঁর দূরত্ব সৃষ্টি হয়। এক সময় ‘বিষ্ণুপুরের অলিখিত ‘বাদশা’ শ্যামাপ্রসাদ গ্রেফতারির খবর সামনে আসতেই শহর জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশ সূত্রের খবর, পুরসভার টেন্ডার সহ একাধিক বেনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে৷