শাহী-বিমানে দিল্লি গেলেন রাজীব-সহ ৬ বড় নেতা! বললেন, ‘বৈঠক খুব গুরুত্বপূর্ণ’

শাহী-বিমানে দিল্লি গেলেন রাজীব-সহ ৬ বড় নেতা! বললেন, ‘বৈঠক খুব গুরুত্বপূর্ণ’

কলকাতা: বঙ্গ-রাজনীতিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপাখ্যান বেশ দ্রুত বদলেছে রং। গত ২২  জানুয়ারি ছেড়েছেন মন্ত্রীত্ব, গত শুক্রবার ছেড়েছেন বিধায়ক পদ এবং তৃণমূল কংগ্রেসের সদস্যপদ। তারপর জল্পনা তৈরি হয়েছিল,  রবিবার হাওড়ার ডোমজলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সভায় বিজেপিতে যোগদান করতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ-সফর বাতিল হওয়ায় শনিবার বিকেলে দিল্লি গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরও ৫ জন তৃণমূলের বড় নেতা।

শনিবার বিকেল ৫ টা নাগাদ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অমিত শাহের পাঠানো একটি বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এই বিমানে দিল্লি ছিলেন বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া, প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তী, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, প্রাক্তন মেয়র পার্থ চট্টোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিমানবন্দরে প্রবেশ করার আগে রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “গতকাল আমি দল ছাড়ার পর আমার সঙ্গে যোগাযোগ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে। গতকাল রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হোটেলে আমার সাক্ষাৎ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর সফর বাতিল হওয়ায় আজ এই বিশেষ বিমানে দিল্লি যাচ্ছি৷” এছাড়াও এদিন রাজীব বলেন, “এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে”।

ইঙ্গিতে বিজেপিতে যোগদান করার কথা স্পষ্ট হলেও এই ব্যাপারে মুখ ফুটে কিছু বললেন না রাজীব বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, “সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে। তারপর আপনারা এমনিই জেনে যাবেন সবটা৷” এছাড়াও এদিন রাতে ফিরে কাল হাওড়া জেলার ডোমজলায় বিজেপির সভায় উপস্থিত থাকতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। ওই সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও, এমনটাও ইঙ্গিত পাওয়া গেছে রাজীবের কথায়। তাহলে কি আজ সন্ধ্যাতেই বিজেপির ঝান্ডা রাজীবের হাতে তুলে দেবেন অমিত শাহ? রাজীবের সঙ্গে আরো ‘বেসুরো’ ৫ জনও কি তবে গেরুয়া শিবিরে আজ থেকেই? উত্তরের অপেক্ষা আর মাত্র কয়েকঘন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *