বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ

কলকাতা: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ৷ সোমবার বিজেপির কেন্দ্রীয় অফিসে বিজেপিতে নাম লেখান তিনি৷ আজ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গী ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন মমতাকে ‘মা’ বলা ভারতী ঘোষ৷ সৌমিত্র খাঁর পরে কি গেরুয়া শিবিরে ভারতী ঘোষ? অন্তত এই জল্পনাই ঘোরাফেরা করতে শুরু করে রাজনীতির অলিন্দে। আগেই বিজেপিতে যোগ

ce6d4269069a8c322f0f463e190c2414

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ

কলকাতা: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ৷ সোমবার বিজেপির কেন্দ্রীয় অফিসে বিজেপিতে নাম লেখান তিনি৷ আজ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গী ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন মমতাকে ‘মা’ বলা ভারতী ঘোষ৷

সৌমিত্র খাঁর পরে কি গেরুয়া শিবিরে ভারতী ঘোষ? অন্তত এই জল্পনাই ঘোরাফেরা করতে শুরু করে রাজনীতির অলিন্দে। আগেই বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ৷ রাজনৈতিক মহলের মতে, তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ ও তদন্ত থেকে রেহাই পেতেই বিজেপির আশ্রয়ে যেতে চাইছেন ভারতী৷ কিন্তু তাঁর যোগদান নিয়ে জটিলতা দেখা দেয়৷ কারণ, ভারতীর ইচ্ছেয় মত ছিল না সঙ্ঘ পরিবারের৷ এর জেরেই দীর্ঘদিন ধরেই ঝুলে ছিল তাঁর পদ্ম শিবিরে নাম লেখার কাজ৷ কিন্তু, রবিবারের পরিস্থিতির পর বদলে গিয়েছে বঙ্গ রাজনীতির পেক্ষাপট৷ ফলে, কাঁটা দিয়ে কাঁটা তোলা ছক এবার গেরুয়া শিবিরের, মত পর্যবেক্ষকদের৷

একাধিক মামলা ও দুর্নীতির জেরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থেকে তাঁকে ব্যারাকপুরে বদলী করায় ২০১৭ সালের ২৭ ডিসেম্বর চাকরিতে ইস্তফা দেন ভারতী৷ এরপর থেকেই তিনি ও তাঁর দেহরক্ষী গা ঢাকা দেন৷ একাধিকবার তাঁর বাড়িতে অভিযান চালিয়ে নগদ দু’কোটি টাকা উদ্ধার হয়৷ এছাড়াও একাধিক তথ্যপ্রমাণ উদ্ধার করে সিআইডি৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে থাকা ভারতী ঘোষের উত্থান শুরু কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর থেকে৷ তার আগে বাম জমানায় তিনি ছিলেন সিআইডির সন্ত্রাসদমন শাখার অফিসার৷ পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর ভারতীকে ঝাড়গ্রাম পুলিশ জেলার অতিরিক্ত সুপার (সদর) পদে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১২ সালের এপ্রিলে ঝাড়গ্রামের এসপি হন তিনি৷ ২০১৩-র অগস্টে পশ্চিম মেদিনীপুর জেলার এসপি হন ভারতী৷ সেইসঙ্গে ঝাড়গ্রাম পুলিশ জেলার ভারপ্রাপ্ত এসপিরও দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে৷ ফলে, মমতা ঘনিষ্ঠ এই ভারতীকে দিয়েই কী এবার বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়াবে বিজেপি? তুঙ্গে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *