সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রাজ্যের লোকায়ুক্তের নাম, ‘প্রহসনে’র বৈঠক এড়ালেন শুভেন্দু

সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রাজ্যের লোকায়ুক্তের নাম, ‘প্রহসনে’র বৈঠক এড়ালেন শুভেন্দু

 

কলকাতা:  সুপ্রিম নির্দেশে রাজ্যে লোকায়ুক্ত নিযুক্ত হতে চলেছে৷ সোমবার বিধানসভার  অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরে বসেছিল বৈঠক৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বৈঠক এড়িয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, ১৫ মিনিটের ওই ‘প্রহসনের’ বৈঠকে তিনি থাকবেন না। তাঁকে ছাড়াই এদিন আলোচনাক্রমে লোকায়ুক্তের নাম চূড়ান্ত করা হয়। সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গের লোকায়ুক্ত হিসাবে উঠে আসে প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নাম।  অনুমোদনের জন্য তাঁর নাম পাঠানো হবে রাজ্যপালের কাছে৷ তাঁর অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের লোকায়ুক্ত নিযুক্ত হবেন অসীম রায়৷

আরও পড়ুন- আরও চওড়া BJP-র ফাটল, এ বার গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার চার বিধায়ক

পাশাপাশি প্রস্তাবিত হয়ছে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও৷ এই পদের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যর নাম প্রস্তাব করেছে সরকার। কমিশনের সদস্য হিসাবে বেছে নেওয়া হয় শিবকান্ত প্রসাদকে। তাঁদের সকলের নামই অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হবে। নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালই চূড়ান্ত সম্মতি জানাবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে তাঁরা দায়িত্ব নিতে পারবেন৷

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কমিটির প্রস্তাবিত যে নাম রাজভবনে পাঠানো হবে, তাতে সম্মতি জানানোই দস্তুর৷ সংবিধানে তেমটাই বলা রয়েছে৷  এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা জাতীয় মানবাধিকার কমিশনের নির্ধারিত নিয়মই মেনে চলছি৷” উল্লেখ্য, এই কমিটির সদস্য হলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তবে এদিনের বৈঠকে বিরোধী দলনেতা উপস্থিত না থাকায় গুঞ্জন শুরু হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =