প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান, বয়স হয়েছিল ৮০ বছর

Buddhadeb Bhattacharjee passes away কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ…

Buddhadeb Bhattacharjee passes away

Buddhadeb Bhattacharjee passes away

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে একটা যুগের অবসান ঘটল৷

Former Chief Minister Buddhadeb Bhattacharjee passes away at 80

২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ তবে এক যুগেরও বেশি সময় আগে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন বাম জমানার শেষ সেনাপতি। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। কয়েক মাস আগেই মারাত্মক শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (সিওপিডি)-তে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গত কয়েক বছর ধরে তিনি ছিলেন ঘর বন্দি৷ তবে নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে৷ বৃহস্পতিবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মৃত্যু সংবাদ দেন তাঁর পুত্র সুচেতন ভট্টাচার্য।

Ex-Chief Minister Buddhadeb Bhattacharjee

বুধবার রাত থেকেই শ্বাসকষ্ট শুরু হয়েছিল তাঁর৷ রাতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। ঠিক ছিল বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ উডল্যান্ডসের চিকিৎসকেরা এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে যাবেন৷ প্রয়োজনে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হবে। তবে হাসপাতালে যাওয়ার বিষয়ে বরাবরই অনীহা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার সকালে প্রাতঃরাশের পর চা-ও খেয়েছিলেন তিনি। তার পরেফের অসুস্থ হয়ে পড়লে নেবুলাইজার দেওয়ার চেষ্টা হয়। সূত্রের খবর, সেই সময়েই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বুদ্ধদেব। চিকিৎসকদের খবর দেওয়া হয় তড়িঘড়ি৷ তাঁরা এসে বুদ্ধদেবকে প্রয়াত বলে ঘোষণা করেন।

বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান, এই সংক্রান্ত আরও খবর জানতে এখানে ক্লিক করুন 📰

 

Former Chief Minister Buddhadeb Bhattacharjee passes away at 80. He breathed his last at his Palm Avenue residence. Bhattacharjee served as the CM of West Bengal from 2000 to 2011. His death marks the end of an era in West Bengal politics.