দু’কামরার ফ্ল্যাট থেকে শেষবারের মতো বেরলোন বুদ্ধদেব, বাইরে অনুরাগীর ঢল

কলকাতা: পাম অ্যাভেনিউয়ের দু’ কামরার ফ্ল্যাট থেকে শেষবারের মতো বার করে আনা হল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ৷ কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য, পুত্র সুচেতন ও…

buddhadeb1

কলকাতা: পাম অ্যাভেনিউয়ের দু’ কামরার ফ্ল্যাট থেকে শেষবারের মতো বার করে আনা হল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ৷ কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য, পুত্র সুচেতন ও অনুরাগীরা। পাম অ্যাভেনিউ থেকে পিস ওয়ার্ল্ডের উদ্দেশে রওনা দিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ৷ সেখানেই দেহ সংরক্ষিত করা হবে তাঁর৷ রাস্তায় নামল মানুষের ঢল৷ বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র একজন রাজনীতিক নন, তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের আবেগ৷

 

বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পৌঁছলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, আগামিকাল বেলা ১১ টায় বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখান থেকে দেহ পৌঁছবে আলিমুদ্দিনে। শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার আলিমুদ্দিনেই শায়িত রাখা হবে বর্ষীয়ান বাম নেতার মরদেহ৷ এর পর সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে দেহ নিয়ে যাওয়া হবে। পৌনে ৪টে পর্যন্ত সেখানেই শায়িত থাকবেন বুদ্ধদেব৷ শ্রদ্ধাজ্ঞাপনের পর মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের এনআরএস হাসপাতালে। সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে৷ বাড়ি থেকে বার করার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্ণিয়া সংগ্রহ করে কলকাতা মেডিক্যাল কলেজ। তবে সেই কর্নিয়া কাজ করবে কিনা, তা বোঝা যাবে ৬ ঘণ্টা পর৷